আদমদীঘিতে ফুটবল প্রশিক্ষনে অংশগ্রহনকারী খেলোয়ারদের মাঝে সনদ বিতরন


আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: আদমদীঘির সান্দিড়া ও সান্তাহার স্টেডিয়ামে মাস ব্যাপি ফুটবল প্রশিক্ষণে অংশ গ্রহনকারি পুরুষ ও নারী ফুটবল খেলোয়ারদের প্রশিক্ষন শেষে সনদপত্র বিতরণ করা হয়েছে।
আজ শুক্রবার (১২ ফেব্রয়ারী) বেলা ১১টায় উপজেলার সান্দিড়া ফুটবল মাঠে এই সনদপত্র বিতরণ করা হয়। এ উপলক্ষে এক আলোচনা সভা সান্দিড়া স্টার ক্লাবের সভাপতি নুর ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বগুড়া জেলা ক্রীয়া অফিসার মোঃ মাসুদ রানা, সান্তাহার ইউপি চেয়ারম্যান এরশাদুল হক টুলু, সান্তাহার ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক মকবুল হোসেন জোয়ারদার, নজরুল ইসলাম, মতিউর রহমান মতি, আব্দুল হাকিম, ডাঃ নজরুল ইসলাম, ফুটবল প্রশিক্ষক আলমগীর হোসেন, হোসেন আলী প্রমুখ।
শেষে বগুড়া জেলা ক্রীয়া অফিস আয়োজিত মাস ব্যাপি ফুটবল প্রশিক্ষনে অংশগ্রহনকারী ২৫জন পুরুষ ও ২৫ নারী ফুটবল খেলোয়াদের মাঝে সনদ বিতরন করা হয়।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি মো: হাফিজার রহমান। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.