আদমদীঘিতে প্রতিপক্ষের মারপিটে দুইজন হাসপাতালে


আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার আদমদীঘিতে পথরোধ করে প্রতিপক্ষের মারপিটে সুবহান আলী (২৬) ও মিলন হোসেন (৩২) নামের দুই ব্যক্তি আহত হয়েছে।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে আদমদীঘি হাসপাতালে ভর্তি করান।
আজ বুধবার (০২ মার্চ) বিকেলে সান্তাহার পুরাতন বাজার এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ রির্পোট লেখা পর্যন্ত মামলা দায়েরের প্রস্ততি চলছে।
জানাযায়, প্রায় দুই বছর যাবত আদমদীঘির বশিপুর গ্রামের সুবহান আলী ও মিলনের সাথে আসাদুল ইসলামের সম্পত্তি নিয়ে বিরোধ চলে। এনিয়ে উভয়ের মধ্যে চাপা ক্ষোভের সৃষ্টি হয়।
আজ বুধবার (০২ মার্চ) বিকেলে মারপিটের শিকার সুবহান ও মিলন সান্তাহার পুরাতন বাজার এলাকার একটি এনজিওতে যায়। সেখানে তাদের দেখতে পেয়ে প্রতিপক্ষ আসাদুল ও তার সহযোগীরা ওই দুইজনের পথরোধ করে লাঠি ও রড দিয়ে এলোপাথরী ভাবে মারপিট করে আহত করে। আহতরা জানায়, তারা আইনগত ব্যবস্থা নিতে প্রস্ততি নিচ্ছেন।
ওসি জালাল উদ্দীন সাংবাদিকদের বলেন, লিভিত অভিযোগ পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.