আদমদীঘিতে পুকুর খনন কালে মিলল বিষ্ণু মূর্তি


আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার আদমদীঘিতে একটি পুকুর খনন করার সময় মিলল একটি প্রচীন বিষ্ণু মুর্তি। বুধবার (৩১ মে) বিকেলে আদমদীঘি উপজেলার চাঁপাপুর ইউপির বড়িয়াবার্তা গ্রামের তালপুকুরে মূর্তিটি পাওয়ার পর থানায় জমা দেয়া হয়েছে। এ ব্যাপারে আদমদীঘি থানায় একটি সাধারণ ডায়েরী করা হয়েছে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, আদমদীঘি উপজেলার চাঁপাপুর ইউপির হাউসপুর গ্রামের জনৈক এমদাদুল হক তার বড়িয়াবার্তা গ্রামের তালপুকুর নামক পুকুর খনন করছিল।
বুধবার বিকেলে পুকুর খনন চলা কালে মাটির নীচ থেকে প্রচীন জোড়া লাগা পিতলের প্রায় এক কেজি ওজনের সাড়ে ৭ ইঞ্চি লম্বা একটি বিষ্ণুমূর্তি পাওয়া যায়।
বৃহস্পতিবার (১ জুন) বিকেলে স্খানীয় ইউপি সদস্য হিটলু হোসেন ও পুকুর মালিক এমদাদুল হক মূর্তিটি আদমদীঘি থানায় জমা দেন।
আদমদীঘি থানায় ওসি তদন্ত জিল্লুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানায়, আদালতের নির্দেশ পেলে মূতি জাদু ঘরে স্থানান্তর করা হবে। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.