আদমদীঘিতে পুকুরে বিষ প্রয়োগে দুই লক্ষাধিক টাকার মাছ বিনষ্ট

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার আদমদীঘি উপজেলার দমদমা গ্রামে মঞ্জু হোসেন নামের এক মাছ ব্যবসায়ির পুকুরে বিষ প্রয়োগ করে ২ লক্ষাধিক টাকার মাছ বিনষ্ট করেছে দুর্বৃত্তরা।

গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতে তার প্রায় ৫ বিঘা আয়তনের এই পুকুরে বিষ প্রয়োগ করা হয়।
আদমদীঘি উপজেলার ছোটআখিড়া গ্রামের মঞ্জু হোসেন বিটিসি নিউজ এর প্রতিবেদককে জানান, তিনি উপজেলার দমদমা গ্রামের চৌধুরি পুকুর তিন বছরের জন্য ইজারা নিয়ে ওই পুকুরে রুই,কাতলা,সিলভার কার্পসহ বিভিন্ন প্রজাতি মাছ চাষ করে আসছিল।
গতকাল বৃহস্পতিবার রাতে দুর্বৃত্তরা পুকুরে বিষ প্রয়োগ করলে সমস্ত মাছ মরে বিনষ্ট হয়। তার দাবি বিনষ্ঠ হওয়াা মাছের মুল্য প্রায় দুই লাখ টাকা । এ ঘটনায় থানায় অভিযোগ দায়ের করবেন বলে তিনি জানান।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি মো: হাফিজার রহমান। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.