আদমদীঘিতে নৈশ্যকোচের ধাক্কায় সিএনজি চালক নিহত


আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার আদমদীঘিতে নওগাঁগামী নৈশ্যকোচের ধাক্কায় মাসুদ রানা (৪২) নামের এক সিএনজি চালক নিহত হয়েছে। সে আদমদীঘি সদর ইউনিয়নের সুদিন গ্রামের হাসেম আলীর ছেলে।
বৃহস্পতিবার (৯ মার্চ) ভোর সাড়ে ৪টায় ঢাকা-নওগাঁ মহা সড়কের আদমদীঘি বাসস্ট্যান্ডে এ দুর্ঘটনাটি ঘটে।
প্রত্যক্ষদর্শিরা জানায়, গত বৃহস্পতিবার ভোর সাড়ে ৪ টায় মাসুদ রানা তার সিএনজি চালিয়ে বাসস্ট্যান্ড পারাপারের সময় ঢাকা থেকে নওগাঁগামী একটি অজ্ঞাত নৈশ্যকোচ সিএনজিকে ধাক্কা দেয়। এসময় সিএনজিটি কোচের ধাক্কায় প্রায় ৫০ গত দুরে ছিচরে সিএনজি দুমড়ে মুচড়ে যায়। এতে সিএনজি চালক ঘটাস্থলেই মারা যায়। তবে সিএনজিতে কোন যাত্রী ছিলনা। মরদেহ পরিবারের লোকজন নিয়ে গেছে।
আদমদীঘি থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম বিটিসি নিউজকে জানান, এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলছে। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.