আদমদীঘিতে নির্বাচনে প্রতিদ্বন্দ্বি প্রার্থীদের সাথে আইনশৃংখলা বিষয়ক মতবিনিময় সভায় – ডিসি


আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার আদমদীঘি ইউনিয়ন পরিষদ ৫ম ধাপে নির্বাচন উপলক্ষ্যে প্রতিদ্বন্দ্বি প্রার্থীদের সাথে আইনশৃংখলা ও আচরণবিধি বিষয়ক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
আজ বুধবার (২২ ডিসেম্বর) বেলা ১১টায় উপজেলা চত্বর কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার শ্রাবণী রায়ের সভাপতিত্বে ও উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা দীপ্তিরানী রায়ের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্যে রাখেন, বগুড়া জেলা প্রশাসক মোঃ জিয়াউল হক।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আলী হায়দার চৌধুরী। আরও বক্তব্য রাখেন, বগুড়া জেলা সিনিয়র নির্বাচন অফিসার মাহবুব আলম শাহ, অতিরিক্ত নির্বাচন অফিসার নজরুল ইসলাম, এএসপি নাজরান রউফ, উপজেলা কৃষি অফিসার মিঠু চন্দ্র অধিকারি, ওসি জালাল উদ্দীন, আদমদীঘি উপজেলা নির্বাচন অফিসার আব্দুর রশিদ, প্রতিদ্বন্দ্বি প্রার্থীদের মধ্যে বক্তব্য রাখেন, এসএম বেলাল হোসেন, শামিমুল হুদা, নাহিদ সুলতানা, ইউনুছ আলী দুলাল প্রমূখ।
সভায় সুষ্ট অবাধ ও শান্তিপূর্ণ ভাবে ভোট গ্রহনের সকল ব্যবস্থা করার পাশাপাশি সকল প্রতিদ্বন্দ্বি প্রার্থীকে নির্বাচনী আচরণ বিধি মেনে প্রচার চালানোর আহবান জানানো হয়। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.