আদমদীঘিতে দ্বিতীয় ধাপে করোনা টিকা প্রয়োগ শুরু


আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: করোনা সংক্রমনের দ্বিতীয় ধাপে বগুড়ার আদমদীঘি উপজেলা হাসপাতাল কেন্দ্রে টিকা প্রয়োগ শুরু করা হয়েছে। টিকা গ্রহনের জন্য ইতিমধ্যেই য়ে সব ব্যক্তি নিবন্ধন করেছেন তাদের মধ্যে এই টিকা প্রয়োগ করা হচ্ছে।
আজ মঙ্গলবার (১৩ জুলাই) বেলা ২টা পর্যন্ত সিনোফার্মের টিকা ২১৮জনকে প্রদান করা হয়। টিকা গ্রহনের পর কোন ব্যক্তির পার্শ্বপ্রতিক্রিয়া লক্ষ্য যায়নি। অনেকেই সন্তোষ প্রকাশ করেন।
টিকা গ্রহনকারি তালসনের মোস্তারিনা বেগম জানায়, টিকা গ্রহন করার পর কোন সমস্যা হয়নি, চাঁপাপুরের আব্দুল হান্নান জানান টিকা গ্রহনের পর শারিরীক ভাবে ভাল লাগছে।
উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডা: মোমেনুল ইসলাম বিটিসি নিউজকে জানান, সরকারের ঘোষনা অনুয়ায়ী কোভিড-১৯ নিয়ন্ত্রনে দ্বিতীয় ধাপে টিকা প্রয়োজনের অর্ধেক পাওয়া গেছে। সেই ভ্যাকসিন প্রয়োগ শুরু করা হয়েছে। প্রথম দিনে টিকা গ্রহনকারিদের অনেক আগ্রহ দেখা গেছে। তবে টিকা গ্রহনকারিদের কোন সমস্যা লক্ষ্য করা যায়নি। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.