আদমদীঘিতে দরিদ্র জেলেদের মাঝে ভ্যানগাড়ি ও ছাগল বিতরণ


আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার আদমদীঘি উপজেলা সিনিয়র মৎস্য অফিসের আয়োজনে রাজশাহী বিভাগে মৎস্যসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় বিকল্প আয়বর্ধক কর্মসূচীর অংশ হিসেবে দরিদ্র জেলেদের মাঝে ভ্যানগাড়ি ও ছাগল বিতরণ করা হয়েছে।
গতকাল রোববার (০৯ মে) দুপুরে উপজেলা পরিষদ চত্ত¦রে উপজেলা নির্বাহি অফিসার সীমা শারমিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বগুড়া জেলা মৎস্য কর্মকর্তা সরকার আনোয়ারুল কবির আহমেদ মোট ১৫ জন দরিদ্র জেলেদের মাঝে একটি ভ্যানগাড়ি ও একটি ছাগল বিতরণ করেন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সুজয় পাল, মৎস্য ব্যবসায়ী রফিকুল ইসলামসহ নেতৃবর্গ।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি মো: হাফিজার রহমান। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.