আদমদীঘিতে তিন মাদক সেবীর জেল জরিমানা


আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: আদমদীঘিতে তিন মাদক সেবীর জেল জরিমানা করা হয়েছে। গত বৃহস্পতিবার ৩০ ডিসেম্বর সন্ধ্যায় ভ্রাম্যামান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মাহবুবা হক এই রায় দেন।
দন্ডপ্রাপ্তরা হলো, আদমদীঘির কমলদোগাছি গ্রামের আব্দুস ছামাদের ছেলে রবিন ((২৩), আনছার আলীর ছেলে অঅরিফ হোসেন (২৫) ও পোওতা গ্রামের আশরাফুল ইসলামের ছেলে শহিদইমলাম (২৫)। এদের প্রত্যককে তিন দিনের বিনাশ্রম কারাদন্ড ও ১০০ টাকা করে অর্থদন্ড করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর আদমদীঘি সান্তাহার সার্কেলের পরিদর্শক নাজিম উদ্দীন বিটিসি নিউজকে জানান, গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় আদমদীঘি উপজেলা সহকারি কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মাহবুবা হকের নেতৃত্বে মাদক বিরোধী ভ্রাম্যমান অভিযান পরিচালনা করা হয়। অভিযানে শ্বশান ঘাট এলাতা থেকে গাঁজা সেবন কালে উল্লেখিত তিনজনকে আটক করে ভ্রাম্যমান আদালত প্রত্যেককে তিন দিনের বিনাশ্রম কারাদন্ড ও ১০০ টাকা করে জরিমানা করেন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.