আদমদীঘিতে জাতীয় সমবায় দিবস উদযাপন


আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: “বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ে উন্নয়ন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বগুড়ার আদমদীঘি উপজেলা সমবায় অফিস আয়োজিত ৫০তম জাতীয় সমবায় দিবস উদযাপন করা করা হয়েছে।
আজ শনিবার (০৬ নভেম্বর) সকালে আদমদীঘি উপজেলা সমবায় অফিসে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলনের পর বেলা ১২ টায় এক আলোচনা সভা সভাকক্ষে অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহি অফিসার শ্রাবণী রায়ের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন. উপজেলা চেয়ারম্যান সিরাজুল ইসলাম খান রাজু। বক্তব্য রাখেন, মহিলা ভাইস চেয়ারম্যান সালমা বেগম, উপজেলা সমবায় অফিসার আব্দুস ছালাম, বীর মুক্তিযোদ্ধা আবির উদ্দীন, কেন্দ্রীয় সমবায় সমিতির সভাপতি মিজানুর রহমান বাবু, উপজেলা মৎস্য উৎপাদনকারি সমবায় সমিতির সভাপতি রফিকুল ইসলাম, শাওইল কৃষিপপন্য উৎপাদনকারি সমবায় সমিতি সম্পাদক মোকাদ্দেস হোসেন সেখ, মৎস্যজীবি সমবায় সমিতির সভাপতি মিহির সরকার, শহিদুল ইসলাম প্রমূখ।
সভাশেষে উপজেলার মোট ১১ জন শ্রেষ্ঠ সমবায়ী ও সমবায় সমিতির মাঝে পুরস্কার বিতরণ করা হয়। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.