আদমদীঘিতে ছয় ইউপির চেয়ারম্যান পদে ৪টিতে নৌকা অপর দুটিতে স্বতন্ত্র প্রার্থী জয়ী


আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: গতকাল বুধবার (০৫ জানুয়ারী) পঞ্চম ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনে বগুড়ার আদমদীঘি উপজেলায় ছয়টি ইউনিয়ন পরিষদ নির্বাচন সুষ্ঠ ও শান্তিপুর্ণ ভাবে ভোট গ্রহন সম্পন্ন হয়েছে।
নির্বাচনে ভোটারদের ব্যাপক উপস্থিতি ছিল। উপজেলার ছয়টি ইউনিয়নে চেয়ারম্যান পদে চারটিতে নৌকা ও দুটিতে স্বতন্ত্র প্রার্থী বে-সরকারী ভাবে জয়ী হয়েছেন।
যারা নির্বাচিত হয়েছেন তারা হলেন, ছাতিয়ানগ্রাম ইউনিয়নে আওয়ামীলীগ মনোনীত (নৌকা) আব্দুল হক আবু ১০ হাজার ১৫৭ ভোট পেয়ে বে-সরকারি ভাবে পুনরায় নির্বাচিত হন।
তার নিকটতম প্রতিন্দন্দ্বী প্রার্থী স্বতন্ত্র (আনারস) আব্দুল মোত্তাকীন তালুকদার পেয়েছেন ৭ হাজার ৮২৫ ভোট।
নসরতপুর ইউনিয়নে স্বতন্ত্র (চশমা) গোলাম মোস্তফা ৬ হাজার ৫০৭ ভোট পেয়ে বে-সরকারি ভাবে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিন্দন্দ্বী প্রার্থী স্বতন্ত্র (আনারস) উজ্জল হোসেন পেয়েছেন ৬ হাজার ৪১৯ ভোট।
আদমদীঘি সদর ইউনিয়নে আওয়ামীলীগ মনোনীত (নৌকা) জিল্লুর রহমান ৮ হাজার ৫১৭ ভোট পেয়ে বে-সরকারি ভাবে পুনরায় নির্বাচিত হন। তার নিকটতম প্রতিন্দন্দ্বী প্রার্থী স্বতন্ত্র (আনারস) বুলবুল ফারুক পেয়েছেন ৭ হাজার ২০৭ভোট।
কুন্দগ্রাম ইউনিয়নে আওয়ামীলীগ মনোনীত (নৌকা) শামিম উল ইসলাম ৭ হাজার ৬৯১ ভোট পেয়ে বে-সরকারি ভাবে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিন্দন্দ্বী প্রার্থী স্বতন্ত্র (মোটরসাইকেল) এসএম বেলাল হোসেন পেয়েছেন ৫ হাজার ২৭২ ভোট।
চাঁপাপুর ইউনিয়নে স্বতন্ত্র (চশমা) আব্দুস সালাম ৫হাজার ৩১১ভোট পেয়ে বে-সরকারি ভাবে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিন্দন্দ্বী প্রার্থী স্বতন্ত্র (ঘোড়া) পেয়েছেন ৫ হাজার ১৯৪ ভোট এবং সান্তাহার ইউনিয়নে (ইভিএম) আওয়ামীলীগ মনোনীত (নৌকা) নাহিদ সুলতানা তৃপ্তি ৬ হাজার ৯৬৭ ভোট পেয়ে বে-সরকারি ভাবে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিন্দন্দ্বী প্রার্থী স্বতন্ত্র (মোটরসাইকেল) মোজাহার হোসেন পিন্টু পেয়েছেন ৫ হাজার ২২০ ভোট।
আদমদীঘি উপজেলা নির্বাচন অফিসার বিষয়টি নিশ্চিত করেছেন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.