আদমদীঘিতে গো-হাটে ভ্রাম্যমান আদালতের অভিযান, ৩৩ হাজার টাকা জরিমানা

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার আদমদীঘি গো-হাটে বৈধ কাগজপত্র ছাড়াই পশুর চিকিৎসা দেয়া ও ক্রেতা সাধারণ মুখে মাস্ক না পড়ার দায়ে ৩৩ হাজার ৩শ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত।

আজ মঙ্গলবার সন্ধ্যায় আদমদীঘি সদরে গো-হাটে উপজেলা নির্বাহি কর্মকর্তা ও নির্বাহি ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ বিন রশিদ ভ্রাম্যমান আদালত পরিচালনা করে এই জরিমানা করেন।

ভ্রাম্যমান আদালত সুত্রে জানাযায়, আজ মঙ্গলবার সন্ধ্যায় ভ্রাম্যমান আদালত টিম আদমদীঘি সদর গো-হাটে অভিযান চালান। অভিযানে পশুসেবা কেন্দ্র নামক একটি প্রতিষ্টানের মালিক আজিজুল হক হিরু বৈধ কাগজপত্র ছাড়া পশু চিকিৎসা দেয়ার অপরাধে তার ৩০ হাজার টাকা টাকা ও পশু হাটে মাস্ক না পড়ার অপরাধে ডালম্বার আব্দুর রহমান ২ হাজার টাকা, শিবপুর গ্রামের আনিছুর রহমানের ১ হাজার এবং ডহরপুর গ্রামের সেকেন্দার আলীর ৩শ টাকা জরিমানা করা হয়।

নির্বাহি ম্যাজিষ্টেট একেএম আব্দুল্লাহ বিন রশিদ বিটিসি নিউজ এর প্রতিবেদককে জানান, পশুসেবা কেন্দ্রের মালিক আজিজুল হক হিরু বৈধ কাগজপত্র ছাড়া কোন পশু চিকিৎসা কিংবা ঔষধ দিতে পারবেনা বলে সর্তক করা হয়েছে।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি মো: হাফিজার রহমান। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.