আদমদীঘিতে কর্মহীন মুক্তিযোদ্ধা সন্তানদের মাঝে খাদ্য সহায়তা প্রদান

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার আদমদীঘি উপজেলা মুক্তিযোদ্ধা সন্তানদের নিজস্ব অর্থায়নে গরীব কর্মহীন মুক্তিযোদ্ধা সন্তানদের মাঝে চাল, ডাল, সোলা, তেল, সাবান মাস্কসহ বিভিন্ন নিত্য প্রয়োজনীয় সম্গ্রী বিতরণ করা হয়েছে।

আজ রোববার দুপুরে উপজেলার নসরতপুর রেলওয়ে চত্বরে মুক্তিযোদ্ধা সংসদ ভবনে এই খাদ্য সামগ্রী বিতরণ করেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আব্দুল হামিদ।

এসময় উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা আবু তাহের, মুক্তিযোদ্ধা সন্তান রাশেদুল ইসলাম রাজা, সাইদুজ্জামান তোতা, খোকন, নুরইসলাম, মামুন, মিলনসহ মুক্তিযোদ্ধা ও তাদের সন্তানসহ নেতৃবর্গ।

অপরদিকে সকালে উপজেলা নির্বাহি কর্মকর্তা একেএম আব্দুল্লাহ বিন রশিদ উপজেলার কুন্দগ্রাম ইউনিয়নে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রান মন্ত্রনালয়ের আওতায় এলাকার গরীব কর্মহীন মানুষদের মাঝে ত্রান হিসাবে ২০০জনকে ১০ কেজি করে চাল বিতরণ করেন।

এসময় উপস্থিত ছিলেন- উপজেলা প্রকল্প কর্মকর্তা আমির হোসেন, স্থানীয় ইউপি চেয়ারম্যান এসএম বেলাল হোসেন।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি মো: হাফিজার রহমান। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.