কসবা প্রেসক্লাব অসহায় ও কর্মহীন ৩৫০ পরিবারকে মানবিক সহায়তা প্রদান

বিশেষ প্রতিনিধি:  “মানুষ মানুষের জন্য” – এ স্লোগানকে সামনে রেখে  কসবা প্রেসক্লাবের উদ্যোগে করোনা ভাইরাস দূর্যোগ মোকাবেলায় কসবা পৌর এলাকাসহ উপজেলার ৩৫০ জন অসহায় ও কর্মহীন মানুষের মাঝে মানবিক সহায়তা প্রদান কার্যক্রম গতকাল শনিবার (১৮ এপ্রিল) বিকেলে সিডিসি  স্কুল কার্যালয়ে শুরু হয়েছে।
বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন কসবা প্রেসক্লাব সভাপতি মোঃ সোলেমান খান। এ সময়  কসবা প্রেসক্লাব সাধারণ সম্পাদক নেপাল চন্দ্র সাহা , সহ-সভাপতি নাজমুল হক সজল, সহ সাধারণ সম্পাদক মোঃ সোহরাব হোসেন, অর্থ সম্পাদক মোঃ অলিউল্লাহ সরকার অতুল, দপ্তর সম্পাদক মোঃ রুবেল আহমেদ,  কার্যকরী সদস্য আবুল কালাম আজাদ, সদস্য মোঃ আব্দুর রকিব স্বপন, মোঃআব্দুল হান্নান, মোঃ শাহ আলম, মোঃ আবুল খায়ের স্বপন, ভজন শংকর আচার্য ও বিজয় টিভির জেলা প্রতিনিধি মোঃআনোয়ার হোসেন উজ্জ্বল উপস্থিত ছিলেন ।
এ কার্যক্রমে সংগঠনের সদস্যগন ছাড়াও এলাকার বিশিষ্ট ব্যক্তিগণ সহযোগিতা করেছেন। বিশেষ করে বিশিষ্ট শিল্পপতি একেএম বদিউল আলম,  প্রকৌশলী নাজমুল হুদা, মোঃ আব্দুল হামিদ, মুক্তিযোদ্ধা মহসিন মূলক, মোঃ আমজাদ হোসেন সরকার ও দিলীপ কুমার রায়।
উল্লেখ্য, মানবিক সহায়তাগুলো  বাড়ি বাড়ি গিয়ে পরিবারের নিকট  পৌঁছে দেওয়া হচ্ছে।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বিশেষ প্রতিনিধি মোঃ লোকমান হোসেন পলা। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.