আদমদীঘিতে করোনা টিকা প্রদান উদ্বোধন


আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার আদমদীঘি উপজেলায় কোভিড-১৯ করোনা টিকা প্রয়োগ কার্যক্রম উদ্বোধন করা হয়েছে।
আজ রবিবার (০৭ ফেব্রুয়ারী) সকাল ১০টায় আদমদীঘি উপজেলা হাসপাতালে ডা: শফিউল করিম তালুকদারকে টিকা প্রদানের মাধ্যমে এই কার্যক্রমের উদ্বোধন করা হয়।
এ উপলক্ষে হাসপাতাল সভাকক্ষে এক আলোচনা সভা উপজেলা নির্বাহি অফিসার সীমা শারমিনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান সিরাজুল ইসলাম খান রাজু।
আরও বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও প;প; কর্মকর্তা (চলতি দায়িত্ব) ডা: মাহবুবুর রহমান, উপজেলা কৃষি অফিসার মিঠু চন্দ্র অধিকারি, ওসি জালাল উদ্দীন, উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি আবু রেজা খান, বীর মুক্তিযোদ্ধা আজমল হোসেন, পূজা উদযাপন কমিটির সম্পাদক মিহির সরকারসহ নেতৃবর্গ।
আলোচনা শেষে টিকা প্রয়োগ কার্যক্রমের উদ্বোধন ঘোষনা করেন প্রধান অতিথি। অত্র উপজেলা গত রোববার নিবন্ধনকৃত ৮০জনের মধ্যে ১০জনকে এই টিকা প্রদান করা হয় বলে ডা: মাহবুবুর রহমান জানান।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি মো: হাফিজার রহমান। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.