আদমদীঘিতে এক ছাগলের ৫ বাচ্চা প্রসব, দেখতে উৎসুক মানুষের ভীড়


আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার আদমদীঘি উপজেলায় এক ছাগল এক সাথে পাঁচটি ছাগল (বাচ্চা) ছানা প্রসব করেছে। বিরল এই ঘটনাটি ঘটেছে উপজেলার ছাতিয়ানগ্রাম ইউনিয়নের ইন্দইল চকসাবাজ গ্রামের মেহেদী হাসানের ছাগল খামারে। ছাগলের পাঁচটি বাচ্চা প্রসবের খবর ছড়িয়ে পড়ার প্রতি দিন এলাকার বহু উৎসক নারী পুরুষ বাচ্চা গুলো দেখার জন্য ওই খামারে ভীড় জমাচ্ছেন।
খামার মালিক মেহেদী হাসান জানান, বুধবার বিকালে তার ছাগলের খামারে একটি দেশী জাতের ছাগল এক সাথে পাঁচটি বাচ্চা প্রসব করে। এ সংবাদ এলাকায় ছড়িয়ে পরার কয়েক দিন ধরে তার খামারে ভীড় করছেন উৎসুক মানুষ। করছেন নানা প্রশ্ন। তিনি জানান, বর্তমানে ছাগলের সবগুলো বাচ্চা সুস্থ রয়েছে।
তিনি নিজেই এসব ছাগলের চিকিৎসা ও সেবা দিচ্ছেন এবং মায়ের দুধের ঘাটতি দেখা দিলে বাচ্চাগুলোকে খামারের অন্য ছাগলের দুধ খাওয়ানো হচ্ছে।
উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা: আমিরুল ইসলাম জনান, খবরটি জানার পর থেকে ছাগলের বাচ্চাগুলো যেন সুস্থ থাকে এজন্য আমরা ওই খামারিকে পরামর্শ দিয়ে যাচ্ছি। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.