আদমদীঘিতে আরও এক ডাকাত সদস্য গ্রেফতার

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার আদমদীঘিতে দেশীয় অস্ত্রসহ ডাকাতি প্রস্ততি সংক্রান্ত মামলায় আসলাম হোসেন (৪৩) নামের এজাহারভুক্ত আরও একজন সংঘবদ্ধ ডাকাত দলের সদস্যকে গ্রেফতার করেছেন পুলিশ। আসলাম হোসেন উপজেলার নসরতপুর ইউপির বিনাহালী গ্রামের আবুল খায়ের মন্ডলের ছেলে। গতকাল শনিবার দিবাগত রাতে তার বাড়ি থেকে গ্রেফতার করা হয়।

গত ৩১ মে দিবাগত রাতে আদমদীঘির মুরইল-নসরতপুর সড়কের জনৈক খায়রুল ইসলামের বাড়ির পাশের বাঁশঝাঁড়ে একটি সংঘবদ্ধ আন্ত:জেলা ডাকাতদল দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে ডাকাতি করার জন্য প্রস্ততি নিচ্ছিল।

এসময় টহল পুলিশ টের পেয়ে সেখানে অভিযান চালিয়ে ধারালো অস্ত্র লাঠিসহ আন্ত:জেলা ডাকাতদলে সদস্য উপজেলা বিনাহালী গ্রামের মাসুদ রান, কাহালুর রাজু প্রামানিক ও দুপচাঁচিয়ার মামুনুর রশিদকে গ্রেফতার করলেও আসলামসহ অপর ডাকাত সদস্যরা পালিয়ে যায়।

মামলার তদন্তকারি উপ-পরিদর্শক রকিব হোসেন বিটিসি নিউজ এর প্রতিবেদককে জানান, এ ঘটনায় ৮ জনের বিরুদ্ধে মামলা হলেও এ পর্যন্ত ৪জনকে গ্রেফতার করা হয়েছে। অপর আসামীদের গ্রেফতার তৎপরতা চলছে।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি মো: হাফিজার রহমান। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.