আদমদীঘিতে আবারও দুর্ধর্ষ চুরি : আতংকিত ব্যবসায়ী মহল

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার আদমদীঘিতে আবারও দুর্ধর্ষ চুরি। এবার গ্যাস সিলিন্ডারের দোকানের গ্রিলের তালা কেটে এই দু:সাহসিক চুরির ঘটনা ঘটেছে।

গতকাল মঙ্গলবার (২৩ ফেব্রয়ারী) দিবাগত গভীর রাতে বগুড়া-নওগাঁ মহাসড়কের পাশে আদমদীঘির ডালম্বা বটতলি মন্ডল এন্টারপ্রাইজ নামক দোকানে চোরেরা এলপিজি গ্যাস ভর্তি সিলিন্ডার বোতলসহ ৪ লক্ষাধিক টাকার মালামাল চুরি করে নিয়ে গেছে। এর কিছুদিন আগে গো-হাট মসজিদসহ ১৪টি প্রতিষ্ঠানে চুরির ঘটনা ঘটায় ব্যবসায়ী ও সাধারণ মানুষ আতকিংত হয়ে পড়েছে।
জানাযায়, গতকাল মঙ্গলবার (২৩ ফেব্রয়ারী) দিবাগত রাতে বগুড়া-নওগাঁ মহাসড়কের আদমদীঘির অদুরে ডালম্বা বটতলি মন্ডল এন্টারপ্রাইজ নামক গ্যাস সিলিন্ডারের দোকানের সার্টার গেটের তালা কেটে চোরের ১৯৮টি গ্যাস ভর্তি সিলিন্ডার, ৪টি গ্যাস চুলা, ২টি প্রেসার চুলাসহ ৪ লক্ষাধিক টাকার মালামাল চুরি করে নিয়ে যায়।
গত ১৫ ফেব্রয়ারী রাতে গো-হাট মসজিদের জানালার গ্রিল কেটে ১টি সোলার ব্যাটারি ১টি মাইকের ব্যাটারিসহ অন্যান্য সামগ্রি চুরি করে নিয়ে যায়। এর ৭দিন আগে একই মসজিদের গুদাম ঘরের দরজা ভেঙ্গে চোরেরা ৬টি প্লাস্টিকের চেয়ার, ১টি লোহার চেয়ার, ৯টি বড় পাইপসহ লোহার রড চুরি করে।
এর আগে আদমদীঘি-ছাতিয়ানগ্রাম সড়কের ডহরপুর নামক স্থানে জনৈক শাহিনুর ইসলামের গুদামের তালা ভেঙ্গে দুর্বৃত্তরা ৩৫ বস্তা ধান, একই সড়কে মিলয় নামের একটি পার্টস-এর দোকানে চোরেরা দোকান ঘরের সার্টারের তালা ভেঙ্গে টায়ার, বাইসাইকেলের রিং, ব্যাটারিসহ প্রায় ১লাখ ৬০ হাজার টাকার মালামাল চুরি করে যায়।
ডালম্বা সড়কের পাশে আলমগীরের ওয়েল্ডডিং ঘরে চুরি, পশ্চিমবাজার ব্রিজের পাশে খান হোটেলে পিচনের টিন কেটে গ্যাসের চুলা, নগদ টাকা ও একই রাতে বাইসাইকেল মেকার ছিদ্দিকের দোকান, নসরতপুর বাজারে দুইটি দোকান চুরির ঘটনা ঘটে।
এছাড়া গত ১৬ ফেব্রয়ারী দিবাগত রাতে উপজেলার কাশিমালা বটতলি মিজানুর রহমানের জয় ক্যাবল নেটওয়ার্কের অফিস কক্ষে চুরি, মন্ডবপুর তছলিমের হ্যাচারি, একই গ্রামে ওয়াক্তিয়া খানায়, রামপুর মোড়ে ফার্নিচার দোকানে, কদমা ও গনিপুর গ্রামে নলকুপের হ্যান্ডেল চুরির ঘটনা ঘটে।
আদমদীঘি গো-হাট জামে মসজিদের মোয়াজ্জিম জয়েন উদ্দিন বিটিসি নিউজ এর প্রতিবেদককে জানান, পবিত্র ঘরে বার বার চুরির ঘটনা ঘটলেও কোন ব্যবস্থা নেয়া হচ্ছেনা।
মন্ডল এন্টারপ্রাইজের মালিক আব্দুস সবুর বিটিসি নিউজ এর প্রতিবেদককে জানান, তার দোকানে চুরির বিষয়টি থানায় অবহিত করেছেন। ব্যবসায়ী জয়নাল আবেদীন জানান, বারবার চুরি সংঘটিত হওয়ায় পশ্চিমবাজরে ব্রিজের পাশে নিজেরাই রাত জেগে পাহারা দেয়া শুরু করেছি। তাদের দাবী পুলিশ পাহারা জোড়দার করা প্রয়োজন।
আদমদীঘি থানার অফিসার ইনচার্জ জালাল উদ্দীন বিটিসি নিউজ এর প্রতিবেদককে জানান, এসব চুরি ঘটনায় তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি মো: হাফিজার রহমান। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.