আদমদীঘিতে আট বছরের শিশুকে ধর্ষনের চেষ্টা ঘটনায় মামলা

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: আদমদীঘিতে আট বছর বয়সের ২য় শ্রেনির এক স্কুল ছাত্রীকে ধর্ষনের চেষ্টার অভিযোগে মামলা হয়েছে। আজ বুধবার বিকেলে ওই শিশু কন্যার বাবা বাদি হয়ে জিনইর গ্রামের আবু কালাম (৪০) কে আসামী করে আদমদীঘি থানায় ধর্ষনের চেষ্টা সংক্রান্ত মামলা দায়ের করেন।

ঘটনার পর থেকেই আসামী আবু কালাম আত্মগোপনে রয়েছে। সে ওই গ্রামে ঘর জামাই ছিলেন।

জানাযায়, বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার মেরাই পোওতা গ্রামের আলতাফ আলীর ছেলে তরকারি ব্যবসায়ী আবু কালাম দীর্ঘদিন যাবত আদমদীঘি উপজেলার জিনইর গ্রামে বিয়ে করে ঘর জামাই হিসাবে বসবাস করছিল।

গত ২ মার্চ দুপুরে শিশুটি খলিয়ানে খেলা করার সময় আবু কালাম কৌশলে তার বাড়িতে ওই শিশুকন্যাকে ডেকে নিয়ে ধর্ষনের চেষ্টা করে। এসময় প্রতিবেশি জনৈক ব্যক্তি দেখতে পেয়ে হৈচৈ শুরু করে। পরে শিশুকন্যাটি তার মাকে বিষয়টি জানায়।

শিশুর বাবা চট্রগ্রাম থেকে বাড়ি পৌছে আজ বুধবার আবু কালামকে আসামী করে থানায় মামলা দায়ের করেন। বাদি তার স্ত্রী ও সন্তান রেখে চট্রগ্রাম দর্জির কাজ করতো।

আদমদীঘি থানার অফিসার ইনচার্জ জালাল উদ্দীন মামলা দায়ের বিষয়টি নিশ্চিত করে বিটিসি নিউজ এর প্রতিবেদককে জানান আসামীকে গ্রেফতার তৎপরতা চলছে।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি মো: হাফিজার রহমান। #

 

Comments are closed, but trackbacks and pingbacks are open.