আদমদীঘিতে অভিনব কায়দায় বিদ্যুত চুরি দুই গ্রাহকের ১ লাখ ৯৬ হাজার টাকা জরিমানা

আদমীঘি (বগুড়া) প্রতিনিধি:  বৈদ্যুতিক খুঁটি থেকে মাটির নিচ দিয়ে ও ছাদের উপড় দিয়ে আভিনব কায়দায় বসত বাড়িতে অবৈধ ভাবে সংযোগ দিয়ে চুরি করে বিদ্যুত ব্যবহার করার অপরাধে দুই গ্রাহকের ১ লাখ ৯৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

গতকাল রোববার বিকেলে বিদ্যুত উন্নয়ন বোর্ড আদমদীঘির সান্তাহার বিদ্যুত বিক্রয় ও বিতরণ বিভাগের কর্মকর্তা এই জরিমানা করেন।

বিদ্যুত উন্নয়নবোর্ড সান্তাহার বিদ্যুত বিতরন ও বিক্রয় কেন্দ্রের নির্বাহি প্রকৌশলী রোকনুজ্জাান বিটিসি নিউজকে জানান, আদমদীঘি উপজেলায় শিহাড়ী গ্রামের আকবর আলী তাদের বাড়িতে বৈধ বিদ্যুত সংযোগ থাকা সত্বেও সে অভিনব কায়দায় বৈদ্যুতিক খুঁটি থেকে মাটির নিচ দিয়ে বৈদ্যুতিক তার বাড়িতে নিয়ে এবং বড় আখিড়া গ্রামের আব্দুল জোব্বার ছাদের উপড় দিয়ে কৌশলে অবৈধ ভাবে বাড়িতে অবৈধ ভাবে সংযোগ দিয়ে দীর্ঘদিন যাবত বিদ্যুত ব্যবহার করে আসছিল।

ঘটনাটি গোপনে জানার পর গতকাল রোববার বিকেলে বিদ্যুত বিভাগের সহকারি প্রকৌশলী রেজানুর রহমানের নেতৃত্বে একটি দল ওই দুই বিদ্যুত গ্রাহকের বাড়িতে অভিযান চালিয়ে অভিনব কায়দায় ব্যবহার করার ঘটনা ধরেন।

এরপর মাটি খুঁড়ে ও ছাদের উপড় টানা বৈদ্যুতিক তার জব্দসহ তাদের প্রত্যককে ৯৮ হাজার টাকা করে দুইজনের ১ লাখ ৯৬ হাজার টাকা জরিমানা করা হয়। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.