আদমদীঘিতে অগ্নিকান্ডে লক্ষাধিক টাকার খড় পুড়ে ছাই


আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার আদমদীঘির পল্লীতে অগ্নিকান্ডে ৫টি পালার লক্ষাধিক টাকার খড় পুড়ে ছাই হয়েছে। গতকাল রোববার (০৩ জানুয়ারী) দিবাগত রাতে উপজেলার স্টেশন-কদমা সড়কের পাশে স্তুপ করে রাখা জোড়পুকুরিয়া তিন ভাইয়ের এই ঘড়ের পালায় অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

জানাযায়, আদমদীঘি জোড়পুকুরিয়া গ্রামের লুৎফর রহমান, মোজাম্মেল হক ও তোজাম্মেল হক তাদের প্রায় ১৮ বিঘা জমির রোপা আমন ধান মাড়াই করে ও কিছু কড় বাজারে কিনে তাদের ১০টি গরুকে খাওয়ানোর জন্য ওই সড়কের পাশে একটি ভিটা বা খলিয়ানে বড়বড় ৫টি পালা বা স্তুপ করে রেখে ছিলেন।

গতকাল রোববার দিবাগত গভীর রাতে কেবা কারা ঘরের ৫টি পালায় অগ্নিসংযোগ করে। ভোর জানাতে পেরে দেখেন সমস্ত খড় পুড়ে ছাই হয়েছে। খড়ের মালিক মোজাম্মেল জানায়, সমস্ত খড় পুড়ে যাওয়ায় তাদের প্রায় লক্ষাধিক টাকা ক্ষতির পাশাপাশি গো-খাদ্যেরও সংকট দেখা দিয়েছে।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি মো: হাফিজার রহমান। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.