আত্রাই নদীতে সৌঁতি দিয়ে মৎস্য নিধন, আ’লীগ নেতা গ্রেফতার

নাটোর প্রতিনিধি: নাটোরের সিংড়ায় আত্রাই নদীতে অবৈধ সৌঁতিজাল দিয়ে মৎস্য নিধনের অপরাধে কলম ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক আলাউদ্দিন মুন্সি সহ দুজনকে গ্রেফতার করেছে সিংড়া থানা পুলিশ।

গতকাল বুধবার রাতে তাদেরকে আটক করা হয়। আজ বৃহস্পতিবার দুপুরে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন ১৯৫০ এর ০৫ ধারায় আটককৃতদের বিরুদ্ধে সিংড়া থানায় মামলা দায়ের করেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা ওয়ালিউল্লাহ মোল্লা।

সিংড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) নুর-এ-আলম সিদ্দিকী বিটিসি নিউজ এর প্রতিবেদককে জানান, আটককৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে। অবৈধ সৌঁতিজাল দিয়ে মৎস্য নিধনকারীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে।

সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা ওয়ালিউল্লাহ মোল্লা বিটিসি নিউজ এর প্রতিবেদককে জানান, আটককৃতরা দীর্ঘদিন যাবৎ আত্রাই নদীতে অবৈধ সৌঁতিজাল দিয়ে মৎস্য নিধন করে আসছিল। এ অভিযান চলমান রয়েছে।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বরিশাল ব্যুরো প্রধান আল মামুন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.