আটোয়ারীতে দুর্গাপুজা উদযাপন উপলক্ষে প্রস্তুতিমুলক সভা


আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধি: পঞ্চগড়ের আটোয়ারীতে আসন্ন দুর্গাপুজা উদযাপন উপলক্ষে প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে আজ সোমবার (০৪ অক্টোবর) উপজেলা পরিষদ হলরুমে উপজেলার ২৯টি দুর্গামন্ডপ কমিটির নেতৃবৃন্দকে নিয়ে প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার আবু তাহের মোঃ সামসুজ্জামান। মহামারী কোভিড-১৯ সংক্রমন চলমান থাকায় স্বাস্থ্যবিধি মেনে পুজা উদযাপন এবং বাংলাদেশ পুজা উদযাপন পরিষদ ,কেন্দ্রীয় কমিটির নির্দেশনা মোতাবেক দুর্গাপুুজা উদযাপন কার্যক্রম পরিচালনা করার পরামর্শ দিয়ে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ তৌহিদুল ইসলাম।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ শাহাজাহান, মহিলা ভাইস চেয়ারম্যান রেনু একরাম, সহকারী কমিশনার (ভূমি) সায়লা সাঈদ তন্বী, ওসি মোঃ ইজার উদ্দীন, হিন্দু, বৌদ্ধ, খ্রীস্টান ঐক্য পরিষদ জেলা কমিটির সভাপতি কল্যাণ কুমার ঘোষ, পল্লী বিদ্যুৎ আটোয়ারী সাব-জোনাল অফিসের সহকারী জেনারেল ম্যানেজার কাজী হাফিজুল ইসলাম, পুজা উদযাপন কমিটির সভাপতি মনোজ রায় হিরু, দুই প্রেসক্লাবের সভাপতিদ্বয় ইউসুফ আলী ও জিল্লুর হোসেন সরকার সহ বিভিন্ন দুর্গা মন্ডপের নেতৃবৃন্দ। উপজেলা নির্বাহী অফিসার তার বক্তব্যে বলেন।
নিজ নিজ দুর্গামন্ডপ নিরাপত্তার স্বার্থে পুলিশ ও আনসার বাহিনীর পাশাপাশি স্বেচ্ছাসেবক দল গঠন করতে হবে। স্বেচ্ছা সেবক দলের তালিকা মোবাইল নম্বর সহ উপজেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনকে দিতে হবে। এই দল দশমীর দিন দুর্গা বিসর্জন দেয়া পর্যন্ত স্বেচ্ছা সেবকের ভুমিকা পালন করবে।
দুর্গা মন্ডপ এলাকায় মাদক, জুয়া, ইভটিজিং সহ যে কোন অপরাধ সংঘটিত হলে বা হওয়ার সম্ভাবনা দেখা দিলে তাৎক্ষনিক প্রশাসন অথবা স্থানীয় জনপ্রতিনিধিকে জানাতে হবে। অপরদিকে পুলিশ ও আনসার বাহিনীর মোবাইল টিম প্রতিটি দুর্গামন্ডপ এলাকায় টহল দিবেন। নির্ধারিত সময়ের মধ্যে দুর্গা বিসর্জন দিতে হবে।
তিনি উপজেলার উপস্থিত পুজা উদযাপন কমিটিকে কেন্দ্রিয় পুজা উদযাপন কমিটির সিদ্ধান্ত অনুসরন করার পরামর্শ দেন।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধি মোঃ লিহাজ উদ্দীন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.