আটোয়ারীতে টিএমএসএস-এর উদ্যোগে কম্বল বিতরণ


আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধি: পঞ্চগড়ের আটোয়ারীতে বেসরকারি উন্নয়ন সংস্থা টিএমএসএস-এর উদ্যোগে অসহায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়েছে।
বুধবার (১২ জানুয়ারি) সকালে আটোয়ারী মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে চারশত হতদরিদ্র শীতার্তের মাঝে এসব কম্বল বিতরণ করা হয়। এসময় টিএমএসএস দিনাজপুরের বিভাগীয় প্রধান মনি শংকর হাওলাদার-এর সভাপতিত্বে এক সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ তৌহিদুল ইসলাম।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মুসফিকুল আলম হালিম, আটোয়ারী থানার অফিসার ইনচার্জ এ.কে.এম মেহেদী হাসান, আটোয়ারী মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুল কুদ্দুশ। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, প্রচন্ড শীতে উত্তরবঙ্গের দরিদ্র মানুষ কষ্ট পাচ্ছে। বেসরকারি উন্নয়ন সংস্থা টিএমএসএস তাদের মাঝে কম্বল বিতরণ করে মানবতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন।
এসব অসহায় মানুষের পাশে সরকারের পাশাপাশি বেসরকারি সংস্থাগুলোকে এগিয়ে আসতে হবে। তাহলেই মানুষের কষ্ট লাঘব হবে। কম্বল বিতরণ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, টিএমএসএস-এর সহকারী বিভাগীয় প্রধান মোতালেব হোসেন, পঞ্চগড় জোন প্রধান নাজিবুল হক, আটোয়ারী শাখা ব্যবস্থাপক মোস্তাফিজুর রহমান, সোভা সংস্থার নির্বাহী পরিচালক আব্দুল মজিদ প্রমুখ।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধি মোঃ লিহাজ উদ্দীন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.