আটোয়ারীতে জাল টাকাসহ জালিয়াত চক্রের এক প্রতারক গ্রেফতার


আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধি: পঞ্চগড়ের আটোয়ারীতে জাল টাকাসহ জালিয়াত চক্রের এক প্রতারককে গ্রেফতার করার খবর পাওয়া গেছে।
উল্লেখ্য, রোববার (৪ ডিসেম্বর) রাত সাড়ে ৯টার সময় ওই প্রতারক আটোয়ারী আলোয়াখোয়া রাস মেলা জনৈক মসলা ব্যবসায়ীর নিকট মসলা ক্রয় করে এক হাজার টাকার একটি জাল নোট দেয়।
এসময় ব্যবসায়ীর সন্দেহ হলে তাকে আটক করে পুলিশে খবর দেয়। তাৎক্ষনিকভাবে আটোয়ারী থানার পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হলে বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার ভোজমহল আক্কাস গাজী বাড়ী এলাকার মৃত লিহাজ উদ্দীন গাজীর পুত্র সোহেল গাজী (৩০) কে গ্রেফতার করে।
এসময় তার কাছ থেকে আটটি বাংলাদেশী এক হাজার টাকার জাল নোট জব্দ করা হয়। এব্যাপারে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ২৫/এ ধারায় তার নামে আটোয়ারী থানায় একটি মামলা রুজু করা হয়েছে। মামলা নং-০৬, তারিখ: ০৫/১২/২০২২।
আটোয়ারী থানার অফিসার ইনচার্জ মোঃ সোহেল রানা ঘটনার সত্যতা বিটিসি নিউজকে নিশ্চিত করে বলেন, আটককৃত প্রতারক একজন পেশাদার জালিয়াত চক্রের সদস্য। তার বিরুদ্ধে বিভিন্ন সময় বরিশাল মেট্রো সদর থানা, পিরোজপুর মঠবাড়িয়া থানা, বরগুনা সদর থানা ও বরগুনা আমতলী থানায় পৃথক পৃথক জাল টাকার মামলা রয়েছে এবং একটি মামলায় তার বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা রয়েছে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধি মোঃ লিহাজ উদ্দীন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.