আটোয়ারীতে দেশান্তরী চাচার খেলাপী ঋণ পরিশোধ করে দৃষ্টান্ত স্থাপন করলেন বীর মুক্তিযোদ্ধ ভ্রাতুষ্পুত্র


আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধি: পঞ্চগড়ের আটোয়ারীতে দেশান্তরী চাচার খেলাপী ঋণ পরিশোধ করে দৃষ্টান্ত স্থাপন করে প্রশংসিত হয়েছেন বীর মুক্তিযোদ্ধা জ্যোতিষ চন্দ্র বর্মন।
জানা গেছে, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক, আটোয়ারী শাখা থেকে ১৯৮৪ সালে ঋণ গ্রহণ করেছিলেন উপজেলার রাধানগর গ্রামের বাসিন্দা জিতেন্দ্র নাথ বর্মন। ঋণ গ্রহণের পর তা পরিশোধের আগেই নিঃস্ব অবস্থায় দেশান্তরী হয়ে যান জিতেন্দ্র নাথ বর্মন।
পরে ঋণটি খেলাপী হয়ে পড়লে তা আদায়ের উদ্দেশ্যে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক, আটোয়ারী শাখা কর্তৃক উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে সার্টিফিকেট মামলা দায়ের করেন। দীর্ঘ সময়েও মামলাটি নিষ্পত্তি না হলে উপজেলা নির্বাহী অফিসার এবং শাখা ব্যবস্থাপকের বিকল্প প্রচেষ্টায় ঋণ গ্রহিতার ভ্রাতুষ্পুত্র (ভাতিজা) বীর মুক্তিযোদ্ধা জ্যোতিষ চন্দ্র বর্মন ঋণটি পরিশোধ করেন। চাচা’র খেলাপী ঋণ পরিশোধ করার কারণে ভাতিজা বীর মুক্তিযোদ্ধা জ্যোতিষ চন্দ্র বর্মন কে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক, আটোয়ারী শাখা আনুষ্ঠানিকভাবে ফুলেল সংবর্ধনা প্রদান করেন।
বৃহস্পতিবার (২৮ মার্চ) বেলা ১১ টার দিকে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে এ সংবর্ধনা প্রদান করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাফিউল মাজলুবিন রহমান এর সভাপতিত্বে সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা জ্যোতিষ চন্দ্র বর্মন।
আরো বক্তব্য রাখেন, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (রাকাব) আটোয়ারী শাখার ব্যবস্থাপক সফিউল হক, রাকাব মির্জাপুর শাখা ব্যবস্থাপক আবু জাফর মোঃ সালাম প্রমুখ। জ্যাতিষ চন্দ্র বর্মন বলেন, দেশ প্রেমে উদ্বুদ্ধ হয়ে যেমন মুক্তিযুদ্ধ করেছি-ঠিক তেমনি দেশের প্রতি ভালোবাসার কারণেই কাকা’র (চাচা’র) লক্ষাধীক টাকার খেলাপী ঋণটি পরিশোধ করে দিলাম।
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার বলেন, বীর মুক্তিযোদ্ধা জ্যোতিষ চন্দ্র বর্মনের দেশের প্রতি ভালোবাসার টানে দেশান্তরী চাচার লক্ষাধীক টাকার খেলাপী ঋণ পরিশোধ করে সমাজে প্রশংসিত হয়েছেন। তিনি একটি দৃষ্টান্ত স্থাপন করলেন।
এসময় আটোয়ারী থানার অফিসার ইনচার্জ মোঃ মুসা মিয়া, উপজেলা কৃষি অফিসার মোস্তাক আহমেদ,উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. মোঃ জাহাঙ্গীর আলম, আরডিও জাকিরুল ইসলাম, উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ ইউসুফ আলী সহ ব্যাংকের অন্যান্য কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধি মোঃ লিহাজ উদ্দীন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.