আজ পঞ্চগড় মুক্ত দিবস

পঞ্চগড় প্রতিনিধি: আজ পঞ্চগড় মুক্ত দিবস। ১৯৭১ সালের ২৯ নভেম্বর এ দিনে শক্রমুক্ত হয় পঞ্চগড় জেলা। মুক্তিযোদ্ধাদের সম্মুখ যুদ্ধ সেদিন পিছু হাটতে বাধ্য হয়েছিল পাক হানাদার বাহিনী।
পঞ্চগড়ের মুক্তিযোদ্ধারা বিটিসি নিউজকে জানান, ১৯৭১ সালের ১৭ এপ্রিল পঞ্চগড় দখলে নিয়ে, সাধারণ মানুষের ওপর নির্যাতন ও গণহত্যা শুরু করে পাকবাহিনী। এরপর দীর্ঘ প্রায় আটমাস এ জেলায় ব্যাপক হত্যাযজ্ঞ চালানো হয়।
২৮ শে নভেম্বর মুক্তিযোদ্ধারা চারদিক থেকে পাকবাহিনীর উপর আক্রমণ করেন। আক্রমণে পাকবাহিনী টিকতে না পেরে টুনিরহাট দেবীগঞ্জ ভায়া ডোমার হয়ে সৈয়দপুর অভিমুখে পিছু হটতে থাকে। ওইদিন রাতে মুক্তি, মিত্র, ট্যাংক ও পদাতিক বাহিনীর সম্মিলিত সাড়াশি আক্রমণে পরাজিত হয়ে পাক বাহিনী পঞ্চগড়ের মাটি ছেড়ে চলে গেলে ২৯শে নভেম্বর ভোরে পঞ্চগড় হানাদার মুক্ত হয়। সেদিনই জেলায় উড়ানো হয় বাংলার পতাকা, বিজয় আনন্দে মেতে উঠেন মুক্তিকামী মানুষ।সেই থেকে আজও দিনটিকে স্মরণ করছে পঞ্চগড় জেলাবাসী।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর পঞ্চগড় প্রতিনিধি শেখ সম্রাট হোসাইন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.