আজ থেকে শুরু হয়ে গেল বুস্টার ডোজ

কলকাতা (ভারত) প্রতিনিধি: ঝড়ের গতিতে বেড়েচলা কোভিড পরিস্থিতির মধ্যেই আজ থেকে শুরু হয়ে গেল কোভিড বুস্টার ডোজ। আপাতত ষাটোর্দ্ধ ব্যক্তিরা ও কোভিড যোদ্ধারা এই ডোজ পাবেন। পাশাপাশি চলছে অপ্রাপ্ত বয়সিদের টিকাকরণ।
ইতিমধ্যেই সরকারের তরফ থেকে প্রবীণ নাগরিকদের কাছে ম্যাসেজ যাওয়া শুরু হয়েছে।স্বাস্থ্য মন্ত্রক সূত্রে জানান হয়েছে এই দফায় দেশের ২ কোটি ৭৫ লক্ষ ১৪ হাজার নাগরিকদের ভ্যাকসিনের বুস্টার ডোজ দেওয়া হবে।৩৯সপ্তাহ আগে যাঁরা দ্বিতীয় ডোজ নিয়েছেন তাঁরাই পাবেন এই বুস্টার ডোজ।
আইসিএমআর জানিয়েছে,কোভিশিল্ড তো বটেই দেশীয় কোভ্যাকসিন ও বুস্টার ডোজ হিসেবে নিরাপদ এবং কার্যকরী।
কোভিড পরিস্থিতির পর্যালোচনার জন্য দেশের প্রধানমন্ত্রী ইতিমধ্যেই সব রাজ্যের মুখ্যমন্ত্রীদের নিয়ে বৈঠকে মিলিত হয়েছিলেন এবং আবারও বৈঠক করবেন বলে জানিয়েছেন।
তিনি বৈঠকে বলেন কোভিড পরিস্থিতি মোকাবিলায় স্থানীয় প্রশাসনকে কড়া নজরদারি করতে হবে।দরকারে স্থানীয়ভাবে কড়া বিধিনিষেধ বলবৎ করার কথাও বলেন। সাথে সাথে তিনি বলেন অযথা আতঙ্কিত না হয়ে সবাই মিলে সজাগ থেকে পরিস্থিতির মোকাবিলা করতে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ (বাংলাদেশ) এর কলকাতা (ভারত) প্রতিনিধি স্বপন দেব। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.