আজ খুলে দেয়া হচ্ছে বহুল প্রতীক্ষিত সেতু মেঘনা-গোমতী

বিটিসি নিউজ ডেস্ক: আজ শনিবার খুলে দেয়া হচ্ছে বহুল প্রতীক্ষিত ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মেঘনা ও গোমতী সেতু।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে আজ শনিবার এই সেতুর উদ্বোধন করবেন।

এছাড়া আজ বিভিন্ন সড়ক সংযোগ প্রকল্প ও পঞ্চগড়-ঢাকা-পঞ্চগড় রুটে আন্তঃনগর ট্রেনের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

দ্বিতীয় মেঘনা ও দ্বিতীয় গোমতী সেতুর উদ্বোধন উপলক্ষে সেতু এলাকায় বিরাজ করছে উৎসবের আমেজ। নবনির্মিত চার লেনের দুই সেতু চালুর মাধ্যমে ঢাকা থেকে চট্টগ্রাম পৌঁছে যাওয়া যাবে মাত্র চার ঘণ্টায়।

সরকার বলছে, তিন সেতুর একটি প্রকল্পেই সাশ্রয় সাত’শ কোটি টাকা আর সাত মাস সময়।

যদিও টোল আদায় পদ্ধতির আধুনিকায়ন ছাড়া সেতুর সুফল পুরোপুরি মিলবে না বলে মত ব্যবসায়ীদের। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.