আজীবন সম্মাননা পেলেন ফেনী ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড.মোঃসাইফুদ্দিন শাহ

ফেনী প্রতিনিধি: মৎস্য, শিক্ষা ও গবেষণায় অবদানের স্বীকৃতি স্বরুপ ফেনী ইউনিভার্সিটির উপাচার্য মৎস্য বিজ্ঞানী ও শিক্ষাবিদ প্রফেসর ড. মো. সাইফুদ্দিন শাহকে আজীবন সম্মাননা পুরস্কারে ভূষিত করা হয়েছে। আজ শনিবার সকালে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট মিলনায়তনে বাংলাদেশ ফিশারিজ রিসার্চ ফোরাম কর্তৃক আয়োজিত গবেষণা মেলা ও কনফারেন্সে এ সম্মাননা দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ও  জেনারেল ইকোনোমিক ডিভিশন (জিইডি)’র মেম্বার ড. মোহাম্মদ শামসুল আলম প্রফেসর শাহ’র হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন।
উল্লেখ্য খুলনা বিশ্ববিদ্যালয়ের সাবেক এই উপাচার্য মাছের প্রজননের ওপর “জেনেকিক্স অব অ্যাকুয়াকালচার অ্যান্ড ফিশারিজ ম্যানেজমেন্টট  শীর্ষক বই প্রকাশ করেছেন। এছাড়া তাঁর শতাধিক বৈজ্ঞানিক গবেষনা পত্র প্রকাশিত হয়েছে দেশ বিদেশের বিভিন্ন জার্নালে।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর ফেনী প্রতিনিধি মোঃদেলোয়ার হোসেন।#

Comments are closed, but trackbacks and pingbacks are open.