আজভস্টালে বন্দি সেনাদের বাঁচাতে সর্বোচ্চ চেষ্টা চালাবে ইউক্রেন

বিটিসি আন্তর্জাতিক ডেস্কমারিউপোল নিজেদের নিয়ন্ত্রণে নিয়েছে রাশিয়া। ইউক্রেনীয় সেনাদের সর্বশেষ প্রতিরোধ ঘাঁটি আজভস্টালেনও পতন ঘটেছে। সেখানে থাকা ইউক্রেনীয় সেনারা রাশিয়ার কাছে আত্মসমর্পণ করেছেন। বন্দি সেনাদের রক্ষায় ‘সম্ভাব্য অসম্ভাব্য’ সব ধরনের চেষ্টা চালানোর ঘোষণা দিয়েছে ইউক্রেন।
আজ বুধবার (১৮ মে) ইউক্রেন সরকারের জ্যেষ্ঠ কর্মকর্তা উপপ্রতিরক্ষামন্ত্রী হান্না মালিয়ার বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।
ইউক্রেনের ওই কর্মকর্তা বলেন, আজভস্টালের ইস্পাত কারখানায় এখনও আটকে থাকা যোদ্ধাদের রক্ষায় সম্ভাব্য সবকিছু করছে ইউক্রেন।
উপপ্রতিরক্ষামন্ত্রী হান্না মালিয়ার বলেন, এখনও কতজন সেখানে আটকে আছে সেই তথ্য কিয়েভের হাতে এসেছে। তবে এটিকে তিনি ‘স্পর্শকাতর তথ্য’ হিসেবে উল্লেখ করেছেন।
রাশিয়ার কাছে মারিউপোলের নিয়ন্ত্রণ ছাড়ল ইউক্রেনরাশিয়ার কাছে মারিউপোলের নিয়ন্ত্রণ ছাড়ল ইউক্রেন।
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, মোট ২৬৫ জন ইউক্রেনীয় সেন্য রাশিয়ার কাছে আত্মসমর্পণ করেছে। এর মধ্যে ৫১ জন গুরুতরভাবে আহত। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, আহতদের দোনেৎস্কের নোভোআজভস্কের হাসপাতালে চিকিৎসা দেওয়া হবে।
উল্লেখ্য, গত এপ্রিলেই মারিউপোল শহরের অধিকাংশ এলাকা দখলে নিয়েছিল রুশ বাহিনী। একমাত্র শহরটির প্রান্তে অবস্থিত আজভস্টাল ইস্পাত কারখানা বাদে। সাবেক সোভিয়েত আমলে প্রতিষ্ঠিত বৃহৎ এ কারখানা ছিল ইউক্রেনীয় বাহিনীর সবচেয়ে শক্তিশালী ঘাঁটি। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.