আখাউড়ায় রেল লাইনে দাঁড়িয়ে চলন্ত ট্রেন থামানোর চেষ্টা, নারীর মাথা বিচ্ছিন্ন 

বিশেষ (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেলওয়ে জংশন স্টেশনে ট্রেনের নিচে কাটা পড়ে অজ্ঞাত এক নারীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার রাতে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী আন্তঃনগর তূর্ণা নিশিতা এক্সপ্রেস ট্রেনে নিচে কাটা পড়ে ওই নারী।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে আখাউড়া রেলওয়ে থানার ওসি মাজহারুল করিম বিটিসি নিউজকে জানান, ওই নারী মানসিক ভারসাম্যহীন। তিনি আখাউড়া স্টেশন এলাকায় ভবঘুরে ছিলেন। বৃহস্পতিবার দিনগত রাত ২টা ৫০ মিনিটে ঢাকাগামী আন্তঃনগর তূর্ণা নিশিতা এক্সপ্রেস ট্রেন আখাউড়া জংশন স্টেশনে প্রবেশ করছিল। এ সময় ওই নারী স্টেশনের দক্ষিণ আউটার সিগন্যাল এলাকায় রেললাইনের মাঝে দাঁড়িয়ে ট্রেন থামাতে পায়চারি করছিলে। এ সময় চলন্ত ট্রেনে কাটা পড়েন ওই নারীর দেহ থেকে মাথা বিচ্ছিন্ন হয়ে যায়।
তিনি জানান, উপস্থিত লোকজন তাকে ডাকাডাকি করেও রক্ষা করতে পারেননি। মরদেহ উদ্ধার করে আজ শুক্রবার সকালে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
নিহত ওই নারীর পরিচয় জানতে রেলওয়ে পুলিশ চেষ্টা চালিয়ে যাচ্ছেন বলে ওসি জানিয়েছেন।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বিশেষ (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি মোঃ লোকমান হোসেন পলা। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.