আখাউড়ার কল্লা শহীদ মাজারের হাজার বছরের ঐতিহ্যের ওরস এবার অনুষ্ঠিত হচ্ছে না

বিষেশ (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার হযরত শাহ সৈয়দ আহম্মদ গেছুদারাজ (রহ.) প্রকাশ কল্লা শহীদ মাজারের হাজার বছরের ঐতিহ্যের ওরস এবার অনুষ্ঠিত হচ্ছে না।
আজ শনিবার দুপুরে মাজার শরীফের ভিআইপি রুমে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে কমিটির পক্ষ থেকে এ তথ্য জানানো হয়। এ সময় ১০ থেকে ১৬ আগস্ট পর্যন্ত ভক্তদের না আসার অনুরোধ জানায় কর্তৃপক্ষ।
আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তথা মাজার শরীফ পরিচালনা কমিটির সহসভাপতি মোহাম্মদ নূর-এ-আলম এ বিষয়ে গণবিজ্ঞপ্তি জারি করেছেন বলে জানানো হয় সংবাদ সম্মেলনে।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মাজার শরীফ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মো. ছালেহ নেওয়াজ খান খাদেম। অন্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. আবুল কাশেম ভূঁইয়া, ইউএনও মোহাম্মদ নূর-এ-আলম, সহকারী কমিশনার (ভূমি) মো. মেজবাউল আলম ভূঁইয়া প্রমুখ।
সংবাদ সম্মেলনে জানানো হয়, বাংলাদেশেও করোনাভাইরাস বিস্তার লাভ করায় গত ৪ আগস্ট মাজার পরিচালনা কমিটির বিশেষ সভায় ওরস না করার বিষয়ে সিদ্ধান্ত হয়। সিদ্ধান্ত বাস্তবায়নে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কঠোর অবস্থানে থাকবে বলে জানানো হয়।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বিশেষ (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি মোঃ লোকমান হোসেন পলা। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.