আক্রান্তের সংখ্যা বাড়ছে তবু আশার খবর আক্রান্তের তুলনায় সুস্হ হওয়া রোগীর সংখ্যা বেশী

কলকাতা প্রতিনিধি: এই নিয়ে অষ্টম দিন যেখানে ভারতে আক্রান্তের সংখ্যা ৯ হাজারের উপরেই রইল। মহারাষ্ট্র-দিল্লিতে সংক্রমণের ঊর্ধ্বমুখী গতি আশঙ্কা ক্রমেই বাড়িয়েই চলেছে ৷ এর মধ্যেই অর্থনীতির চাকা সচল করতে জনজীবনে ছন্দ ফেরাতে চাইছে রাজ্য-কেন্দ্র। যদিও হু-এর সতর্কতা দক্ষিণ এশিয়ার করোনা পরিস্থিতি আরও খারাপ হবে। গত চব্বিশ ঘণ্টাতে সংক্রমিত হয়ে মারা গিয়েছে ২৭৯ জন। এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ৭৭৪৫ জনের।
যদিও এই মুহূর্তে দেশে করোনা আক্রান্তের সংখ্যা ২ লক্ষ ৭৬ হাজার ৫৬৩। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ৯ হাজার ৯৮৫ জন। কিন্তু আশার খবর এই যে এই প্রথমবার ভারতে সক্রিয় করোনা আক্রান্তের তুলনায় সেরে ওঠা করোনা রোগীর সংখ্যা অনেক বেশি। এই মুহূর্তে ভারতে সেরে উঠেছে ১ লক্ষ ৩৫ হাজার ২০৬ জন করোনা রোগী। যেখানে সক্রিয় আক্রান্তের সংখ্যা ১ লক্ষ ৩৩ হাজার ৬৩২জন। আরও ১ লক্ষ ৩৩ হাজার জন ক্রমেই সুস্থ হচ্ছেন।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ (বাংলাদেশ) এর বিশেষ (কলকাতা) প্রতিনিধি রাজশ্রী বন্দ্যোপাধ্যায়। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.