আকাশসীমা লঙ্ঘনে ইসরাইলকে শক্ত হাতে জবাব দেয়ার হুশিয়ারি সিরিয়ার

ছবি: সংগৃহীত

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: আকাশসীমা লঙ্ঘনের বিষয়ে ইসরাইলকে শক্ত হাতে জবাব দেয়ার হুশিয়ারি দিয়েছে সিরিয়া। সিরিয়ার সশস্ত্র বাহিনীর জেনারেল কমান্ড এক বিবৃতিতে এ হুশিয়ারি দিয়েছে।

ইরানভিত্তিক সংবাদমাধ্যম পার্সটুডে আজ রবিবার (২৩ ফেব্রুয়ারী) এক খবরে এ তথ্য জানিয়েছে।

খবরে বলা হয়েছে, জেনারেল কমান্ড এক বিবৃতিতে সে দেশের আকাশসীমা লঙ্ঘনের ব্যাপারে ইসরাইলের প্রতি কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছে।

বিবৃতিতে বলা হয়েছে, সিরিয়ার আকাশসীমা লঙ্ঘনের যেকোনো ঘটনাকে সেদেশের ওপর সামরিক আগ্রাসন হিসেবে ধরে নেয়া হবে এবং সিরিয়ার বিমান বাহিনী শক্ত হাতে এর জবাব দেবে।

বিবৃতিতে আরো বলা হয়েছে, সিরিয়ার আকাশসীমা লঙ্ঘনকারী যেকোনো জঙ্গিবিমানকে সঙ্গে সঙ্গে গুলি করার জন্য বিমান প্রতিরক্ষা ইউনিটগুলোকে নির্দেশ দেয়া হয়েছে।

সাম্প্রতিক সময়ে ইসরাইলি জঙ্গিবিমান বহুবার সিরিয়ার আকাশসীমায় অনুপ্রবেশ করে দেশটির বিভিন্ন অবস্থানে বোমাবর্ষণ করেছে।

সিরিয়ার যোগাযোগমন্ত্রী আলী হামুদ বলেছেন, দামেস্ক-আলেপ্পো আন্তর্জাতিক মহাসড়কে নয় বছর পর সব ধরনের যান চলাচল শুরু হয়েছে। সিরিয়ার রাজনৈতিক রাজধানী দামেস্ক হলেও উত্তরাঞ্চলীয় আলেপ্পো শহরকে দেশটির বাণিজ্যিক রাজধানী হিসেবে গণ্য করা হয়। গত নয় বছর ধরে বিদ্রোহী এবং বিভিন্ন সশস্ত্র গ্রুপ দামেস্ক-আলেপ্পো মহাসড়কের বিভিন্ন অংশ দখল করে রেখেছিল। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.