আকস্মিক সফরে কিয়েভে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী ব্লিনকেন

বিটিসি আন্তর্জাতিক ডেস্কআকস্মিক সফরে ইউক্রেনের রাজধানী কিয়েভে গেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন। আল জাজিরার খবরে বলা হয়েছে, দীর্ঘমেয়াদে ইউক্রেনকে ২ শত কোটি ডলার সামরিক সহায়তা ঘোষণার পর ব্লিনকেন ইউক্রেনে গেলেন।
এদিকে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন ইউক্রেনের জন্য পৃথক ৬ কোটি ৭৫ মিলিয়ন ডলার অর্থ সহায়তা ঘোষণা দিয়েছেন। জার্মানির রামস্টেইন বিমানঘাঁটিতে মিত্র দেশগুলোর সামরিক নেতা এবং মন্ত্রীদের সঙ্গে বৈঠকে ইউক্রেনকে দীর্ঘমেয়াদে এই সহায়তা দেওয়ার ঘোষণা দেন তিনি।
এই বৈঠকে লয়েড অস্টিন বলেন, তাদের সরবরাহ করা হাউৎজার, বিমানবিধ্বংসী ব্যবস্থা, হেলিকপ্টার এবং ক্ষুদ্র গোলা রাশিয়াকে মোকাবিলায় ইউক্রেনকে সক্ষম করছে। যুদ্ধ একটি ‘গুরুত্বপূর্ণ মুহূর্তে’ অবস্থান করছে বলেও মন্তব্য করেন তিনি।
এর আগে বুধবার রাত্রীকালীন বক্তৃতায় ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি রাশিয়ার সেনাদের কাছ থেকে কয়েকটি স্থাপনা নিয়ন্ত্রণে নেওয়ার দাবি করেন। তবে তিনি বৃহত্তর স্বার্থে এসব স্থাপনার অবস্থান বলেননি। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.