অ্যাম্বুলেন্স চালক করোনা আক্রান্ত \ বিপদে গোমস্তাপুরবাসী


চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অ্যাম্বুলেন্স চালক আব্দুল হামিদ করোনা আক্রান্ত হওয়ায় চরম বিপদে পড়েছেন গোমস্তাপুরবাসী। গত ৬ দিন যাবত করোনা আক্রান্ত হওয়ায় অ্যাম্বুলেন্স সেবা থেকে বঞ্চিত এলাকাবাসী।
এলাকাবাসীর অভিযোগ, বিকল্প একজন চালক থাকলেও তাকে অজ্ঞাত কারণে কাজে লাগাচ্ছেন না স্বাস্থ্য কর্মকর্তা। জানা গেছে, রহনপুর হাসপাতালের চালক আব্দুল হামিদ অসুস্থ থাকায় গত ২৯ জুন থেকে দায়িত্ব পালন করছেন না। এর ফলে ৬ দিন যাবত গ্যারেজবন্দি অ্যাম্বুলেন্সটি। বিকল্প গাড়ীচালক আনোয়ার এর ওভারটাইমের কাজের বিলে স্বাস্থ্য কর্মকর্তার স্বাক্ষর চাওয়ায় প্রথমে তিনি নাখোশ (অখুশী) হন। পরে অবশ্য বিলে তিনি স্বাক্ষর করেন।
অভিযোগ অস্বীকার করে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মাসুদ পারভেজ বিটিসি নিউজকে জানান, চালকের করোনা ও অ্যাম্বুলেন্সের টায়ারের সমস্যার কারণে সেবা দেয়া সম্ভব হচ্ছেনা। এছাড়া বিকল্প চালকের বিরুদ্ধে নানা অভিযোগ থাকায় তাকে দায়িত্ব দেয়া হচ্ছে না।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি মো: আশরাফুল ইসলাম রঞ্জু। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.