অস্ট্রেলিয়াকে আড়াই দিনেই গুঁড়িয়ে প্রথম টেস্ট জিতলো ভারত

বিটিসি স্পোর্টস ডেস্ক: আইসিসির টেস্ট র‍্যাঙ্কিংয়ে এক নম্বর দল অস্ট্রেলিয়া। তবে ভারতে খেলতে গিয়ে প্রথম ম্যাচেই নাকানি-চুবানি খেয়েছে প্যাট কামিন্সের দল।
বোর্ডার-গাভাস্কার টেস্ট সিরিজের প্রথম টেস্টে ব্যাটিং, বোলিং, ফিল্ডিং— সব বিভাগেই সফরকারীদের গুঁড়িয়ে দিয়েছে ভারত। অস্ট্রেলিয়াকে মাত্র আড়াই দিনেই ইনিংস ও ১৩২ রানে অস্ট্রেলিয়াকে হারিয়ে ১-০ এগিয়ে গেল রোহিত শর্মার দল।
নাগপুর টেস্টে স্পিন সহায়ক উইকেটে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে রবীন্দ্র জাদেজা-রবিচন্দন অশ্বিন ঘূর্ণি জাদুতে প্রথম ইনিংসে ১৭৭ রানে গুটিয়ে গিয়েছিল অস্ট্রেলিয়া। দলের পক্ষে সর্বোচ্চ ৪৯ রান করেন মার্নাস লাবুশেন। বোলিংয়ে জাদেজা ক্যারিয়ারের ১১তম পাঁচ উইকেট শিকার করেন। এ ছাড়া অশ্বিন তিনটি উইকেট পান।
এরপর ভারত নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে স্কোরবোর্ডে ৪০০ রান সংগ্রহ করেন। অধিনায়ক রোহিতের ১২০ আর লোয়ার অর্ডারে জাদেজা ৭০ ও অক্ষর প্যাটেল ৮৪ রান করে পাহাড় গড়ে স্বাগতিকরা। অজিদের পক্ষে বোলিংয়ে অভিষেকেই সাত উইকেট শিকার করেন টড মারফি।
ফলে ২২৩ রানে পিছিয়ে থেকে তৃতীয় দিনে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমেছিল অস্ট্রেলিয়া। তবে ভারতীয় বোলারদের আগুনে ঝরা বোলিংয়ে মাত্র ৯১ রানেই অল-আউট হয় ক্যাঙ্গারুরা। তবে একপ্রান্ত আগলে রেখে ম্যাচের শেষ পর্যন্ত ২৫ রানে অপরাজিত থাকেন স্টিভেন স্মিথ। এবার বোলিং ভারতের হয়ে পাঁচ উইকেট পান অশ্বিন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.