অর্থনীতি রক্ষায় খাদ্য উৎপাদন-মজুতে উদ্যোগী হওয়ার আহ্বান : প্রধানমন্ত্রী

ছবি: সংগৃহীত

বিটিসি নিউজ ডেস্ক: করোনার কারণে মন্দার হাত থেকে অর্থনীতিকে রক্ষা করতে খাদ্য উৎপাদন ও মজুতে উদ্যোগী হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় এক ইঞ্চি জমিও অনাবাদি না রাখার পরামর্শ দেন তিনি। 

আজ সোমবার (২০ এপ্রিল) সকালে গণভবনে করোনা পরিস্থিতি নিয়ে ঢাকা বিভাগের চার জেলা এবং ময়মনসিংহ বিভাগের মাঠ প্রশাসন ও জনপ্রতিনিধিদের সঙ্গে ভিডিও কনফারেন্স এ কথা বলেন প্রধানমন্ত্রী।

করোনাভাইরাস মোকাবিলায় সব ধরনের পদক্ষেপ নিচ্ছে সরকার। বাংলাদেশে পর্যাপ্ত ব্যবস্থা নেয়ার জন্যই এখনো পরিস্থিতি কিছুটা ভালো বলে জানান সরকারপ্রধান।

চলতি বোরো মৌসুমে আগের বছরের তুলনায় বেশী চাল, ধান, আতপ ও গম সংগ্রহ করা হবে বলে জানান শেখ হাসিনা।

প্রায় ২১ লক্ষ মেট্রিক টন খাদ্য সংগ্রহ করবে সরকার জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, আমরা কিন্তু ধান সংগ্রহ করার ইতোমধ্যেই ঘোষণা দিয়ে দিয়েছি। সাধারণ বোরোতে আগে যা আমরা নিতাম, তার থেকে অনেক বেশী আমরা নিচ্ছি। এখন প্রায় আমরা ৮ লক্ষ মেট্রিক টন ধান, ১০ লক্ষ মেট্রিক টন চাল, ২ লক্ষ ২০ হাজার মেট্রিক টন আতপ এবং ৮০ হাজার মেট্রিক টন গমসহ সর্বমোট ২১ লক্ষ মেট্রিক টন খাদ্য আমরা সংগ্রহ করব। এটা সরকার কিনে রাখবে। তাতে আমাদের আর ভবিষ্যতে কোনো অভাব হবে না। আমরা মানুষকে খাবার সহযোগিতা দিতে পারব। আমাদের খাদ্যের কোনো অভাব হবে না। তাছাড়া আমাদের এখন ধান উঠছে। ধান কাটাও শুরু হয়ে গেছে। আগামীতেও ফসল উঠবে। সেই সঙ্গে তরিতরকারি ফলমূল, যে যা পারেন উৎপাদন করবেন।

যে প্রণোদনা দেয়া হয়েছে, তা শুধু এই বছরের জন্য না। আগামী তিন বছর দেশের অর্থনীতির চাকা যাতে সচল থাকে সেটা মাথায় রেখে এ প্রণোদনা অব্যাহত রাখা হবে বলেও জানিয়েছেন শেখ হাসিনা।

তিনি বলেন, উৎপাদিত পণ্য সরবরাহের ক্ষেত্রে আমাদের সুযোগ সৃষ্টি করে দিতে হবে। যোগাযোগের ব্যবস্থা করে দিতে হবে। কোনো বাজারে যেন কোনো জিনিসের অভাব না হয়। হাটও বসছে। আমরা বলে দিয়েছি, খোলা বড় জায়গায় যথাযথভাবে দূরত্ব রেখে হাট-বাজার বসবে। ক্রয়-বিক্রয় হবে। যাতে মানুষের জীবনটা একেবারে স্থবির না হয় সেদিকে লক্ষ্য রেখেই আমরা এই ব্যবস্থা নিয়েছি।

তৈরী পোশাক কারখানা সীমিত পরিসরে চালানো মালিকদের কর্মীদের জন্য স্বাস্থ্য সুরক্ষার তাগিদ দেন সরকার প্রধান। কড়া সমালোচনা করেন, অপরিকল্পিতভাবে সাধারণ ছুটির মধ্যেও শ্রমিকদের ঢাকায় নিয়ে আসার সিদ্ধান্তের।

কোভিড পরিস্থিতিকে মুক্তিযুদ্ধের সঙ্গে তুলনা করে প্রধানমন্ত্রী বলেন, সচেতনতা আর সাহস বজায় রাখতে হবে দেশের মানুষকে।

ঢাকা বিভাগের কিশোরগঞ্জ, টাঙ্গাইল, গাজীপুর ও মানিকগঞ্জ জেলা এবং ময়মনসিংহ বিভাগের ময়মনসিংহ, নেত্রকোনা, জামালপুর ও শেরপুরের সঙ্গে এ ভিডিও কনফারেন্স অনুষ্ঠিত হয়।

এর আগে গত বৃহস্পতিবার ঢাকা বিভাগের ৯ জেলা- ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সীগঞ্জ, নরসিংদী, ফরিদপুর, রাজবাড়ী, শরীয়তপুর, মাদারীপুর ও গোপালগঞ্জের সঙ্গে ভিডিও কনফারেন্সে অংশ নেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.