অবৈধভাবে ড্রেজার দিয়ে বালু উত্তোলনের অভিযোগে ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়ার কুমারখালী উপজেলার কয়া ইউনিয়নের সুলতানপুর পদ্মা নদী থেকে অবৈধভাবে ড্রেজার দিয়ে বালু উত্তোলনের অভিযোগে আলী হোসেন নামে এক ছাত্রলীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।
তিনি কুমারখালী উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন। আলী হোসেন কয়া ইউনিয়নের বাড়াদী গ্রামের বজলুর রহমানের ছেলে।
আজ মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারী) দিবাগত রাত ১টার দিকে বালু উত্তোলন অবস্থায় মাঝি ও ড্রেজার চালকসহ ৮ জনকে আটক করা হয়।

জানা যায়, দীর্ঘদিন যাবত সুলতানপুর বেলতলা নামক স্থান থেকে আলী হোসেন ড্রেজার দিয়ে অবৈধভাবে লাখ লাখ টাকার বালু উত্তোলন করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে রাতে আলীসহ কয়েকজনকে গ্রেফতার করে নৌ পুলিশ।

গ্রেফতারকৃত অন্যরা হলেন: দৌলতপুরের রুবেল শেখ, ভেড়ামারার রাজা ও রুবেল আলী, ঈশ্বরদীর বিজয় কুমার হালদার ও নুরুজ্জামান, মিরপুরের তাজমহল ও কয়ার সবুজ শেখ।

এ বিষয়ে নৌ পুলিশ পরিদর্শক আব্দুল জলিল বিটিসি নিউজকে জানান, দীর্ঘদিন যাবত বালু উত্তোলন করছিলে। তথ্যের ভিত্তিতে রাত ১ টার সময় তাদেরকে বালু উত্তোলন অবস্থায় গ্রেফতার করা হয়।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর কুষ্টিয়া প্রতিনিধি মো. আলাউদ্দিন হোসেন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.