অবহেলিত তৃনমুলের পাশে রাবি ছাত্রলীগের সাবেক সভাপতি


নাটোর প্রতিনিধি: করোনা ভাইরাস। সকল কাজ-কর্ম বন্ধ। নি¤œবিত্ত্ব, মধ্যবিত্তদের মাঝে সরকারী বেসরকারী ভাবে বিভিন্ন সময় বিভিন্ন ভাবে খাবার পৌছেছে। কিন্তু তৃণমৃলের ওয়ার্ড আ-লীগ, ইউনিয়ন আ-লীগ নেতাকর্মীরা পড়েছে বিপাকে।

নিজেদের কষ্টের কথা কাউকে বলতেই পারেনা। এমন সময় অবহেলিত এই তৃনমুল আওয়ামীলীগ নেতাকর্মীদের পাশে দাড়িয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সভাপতি আহম্মদ আলী মোল্লা। নিজে গিয়ে প্রত্যেক কর্মীর বাড়ি বাড়ি খাবার পৌছে দিয়েছেন তিনি। সোমবার গভীর রাতে নাটোর-৪ আসনের(গুরুদাসপুর-বড়াইগ্রাম) এর প্রায় ১০০ নেতাকর্মীদের মাঝে খাবার ও নগদ অর্থ প্রদান করেছেন তিনি।

আহম্মদ আলী মোল্লা বলেন, কয়েকদিন আগে প্রায় ৬শতাধিক হত দরিদ্র পরিবারের মাঝে খাবার বিতরণ করা হয়েছে। এখন তৃণমুল আ-লীগ নেতাকর্মীসহ দুস্থদের মাঝে খাবার বিতরণ চলমান রয়েছে। সবাইকে ঘরের বাহিরে বের না হওয়ার জন্য অনুরোধও করা হচ্ছে এবং বলা হচ্ছে আপনাদের খাবারের কোন সমস্যা হলে সরাসরি আমাকে জানান। আমি আমার সাধ্যমত চেষ্টা করবো। খাবার ও নগদ অর্থ বিতরণ কার্যক্রম অব্যাহত থাকবে।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নাটোর প্রতিনিধি খান মামুন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.