অবশেষে খুলতে চলেছে লোকাল ট্রেন

কলকাতা (ভারত) প্রতিনিধি: আগামী রবিবার থেকে গড়াতে চলেছে লোকাল ট্রেনের চাকা। কিছুক্ষণ আগে নবান্ন থেকে এক বিশেষ নির্দেশিকায় বলা হয়েছে,যে আগামী রবিবার থেকে সম্পূর্ণ করোনা বিধি মেনে ও ৫০শতাংশ যাত্রী নিয়ে চালাতে পারবে লোকাল ট্রেন।
এ বিষয়ে পূর্বরেলের আধিকারিক (সিপিআরও)শ্রী একলব্য চক্রবর্তী বলেন,আমরা কিছুক্ষণ আগে লোকাল ট্রেন চলাচলের জন্য নবান্ন থেকে নির্দেশ পেয়েছি। পঞ্চাশ শতাংশ যাত্রী নিয়ে সম্পূর্ণ করোনা বিধি মেনে ট্রেন চালাতে হবে।
ইতিমধ্যেই আমরা প্রস্তুতি শুরু করেছি। জীবাণুমুক্ত করা হচ্ছে ট্রেনের কামরাগুলোকে। কারন কি দীর্ঘ পাঁচ মাস ট্রেন চলেনি। ধুলো ময়লাও জমে গিয়েছে। প্লাটফর্ম চত্বরেও চলছে সাফাই কর্মসূচি।কিন্তু যাত্রীদের কাছে আমাদের অনুরোধ থাকবে অযথা ভিড় বা জটলতা করবেন না তাহলে কি আবার বাড়তে পারে করোনা।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ (বাংলাদেশ) এর কলকাতা (ভারত) প্রতিনিধি স্বপন দেব। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.