অপরিকল্পিত ব্রিজ : ১০টি গ্রামের মানুষের গলায় ফাঁস হয়ে দাঁড়িয়েছে


ক্রাইম (পাবনারিপোর্টার: উল্লাপাড়ার লাহিড়ী মোহনপুর ইউনিয়নের চর এল; জানি গ্রামে অপরিকল্পিতভাবে ব্রিজ  নির্মান করায় এ এলাকার প্রায় ১০টি গ্রামের মানুষের কাছে গলায় ফাঁস হয়ে দাঁড়িয়েছে।
স্বরেজমিন চর এল; জানি গ্রামে গিয়ে দেখা গেছে ব্রীজটি অপরিকল্পিতভাবে তৈরি করার ফলে সামান্য বর্ষা মৌসুমেই ব্রীজ তলিয়ে গেছে। শুধু ব্রীজের উপরে রেলিং পানির উপরে থাকায় এল; জানী গ্রাম সহ আসেপাশের প্রায় ১০টি গ্রামের মানুষ নৌকা যোগে চলাচলের সমস্যা দেখা দিয়েছে।
এল; জানী গ্রামের ৭০ বছরের বৃদ্ধ আলতাফ সরকার সাথে কথা বললে তিনি বিটিসি নিউজ এর প্রতিবেদককে বলেন, ব্রীজটি করার সময় উপজেলা ইন্জিনিয়ার সহ কতিপয় অসাধু কর্মকর্তা তরিঘরি করে ব্রীজটি নির্মিত করে এখন আমাদের চলাচল করা চরম সমস্যা দেখা দিয়েছে। অবিলম্বে ব্রীজটি এখান থেকে সম্প্রসারণ করার দাবি করেন।
এব্যাপারে উপজেলা ইন্জিনিয়ারের সাথে মুঠোফোনে কথা বললে তিনি বিটিসি নিউজ এর প্রতিবেদককে বলেন, আমি তো এখন এই উপজেলায় নাই। তবে ব্রীজটি তৈরি করা সঠিক হয়নি।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর ক্রাইম (পাবনারিপোর্টার মো: ময়নুল ইসলাম লাহিড়ী মিন্টু। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.