অনুর্ধ-১৬ বালক-বালিকাদের ভলিবল প্রশিক্ষন শিবির সমাপ্ত

নিজস্ব প্রতিবেদক: মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে ১০ দিনব্যাপী অনুষ্টিত তৃণমুল পর্যায়ে ক্রীড়া প্রতিভা অন্বেষন কর্মসুচি অনুর্ধ-১৬ বালক বালিকাদের ভলিবল প্রশিক্ষন শিবির রোববার (১২ মার্চ) বিকেলে শেষ হয়েছে।
প্রশিক্ষকের দায়িত্ব পালন করেন জাতীয় ক্রীড়া পরিষদের প্রশিক্ষক জোহরা বেগম বর্না। ক্রীড়া প্রতিভা অন্বেষন কর্মসুচি শেষে রাজশাহী জেলা মহিলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদিকা রাফিখা খানম ছবির সভাপতিত্বে এই প্রশিক্ষন শিবিরের সমাপনী দিনে ১৬ জন প্রশিক্ষনার্থদের হাতে সনদপত্র তুলে দেন অতিরিক্ত জেলা প্রশাসক পত্নি ও মহিলা ক্রীড়া সংস্থার সহ-সভানেত্রী সুস্মিতা চৌধুরী।
সনদপত্র প্রদান অনুষ্টানে বিশেষ অতিথি ছিলেন জেলা ভলিবল সমিতির আহবায়ক এ্যাডঃ এন্তাজুল হক বাবু। এ সময় মহিলা ক্রীড়া সংস্থার অন্য সদসবৃন্দরা উপস্থিত ছিলেন।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নিজস্ব প্রতিনিধি জি, এম হাসানই-সালাম (বাবুল) রাজশাহী। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.