অধিকৃত খেরসনে ‘গণভোট’ করতে পারে রাশিয়া

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: ইউক্রেন থেকে আনুষ্ঠানিকভাবে বের করে আনতে অধিকৃত খেরসন অঞ্চলে গণভোট আয়োজন করতে পারে রাশিয়া। অঞ্চলটি দখলের পর রাশিয়ার নিযুক্ত খেরসনের ডেপুটি গভর্নর কিরিল স্ট্রেমাউসোভ রাশিয়ার সংবাদ সংস্থা রিয়া নোভাস্তিকে এমনটি জানিয়েছেন।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
সাবেক মৎস্য পরিদর্শক ও রুশপন্থি ব্লগার কিরিল স্ট্রেমাউসোভ বলেন, ‘খেরসনের নিজস্ব ভিত্তির ওপর দাঁড়াতে খুব সম্ভব, এখানে একটি গণভোট হবে।’
গণভোটের সুনির্দিষ্ট তারিখ না বললেও কিরিল স্ট্রেমাউসোভ বলেন, ‘গণভোটই হচ্ছে পরবর্তী পদক্ষেপ।’
২০১৪ সালে ক্রিমিয়ায় গণভোট আয়োজন করেছিল রাশিয়া। তবে সেই গণভোট আন্তর্জাতিকভাবে তেমন কোনো স্বীকৃতি পায়নি। ইউক্রেন থেকে স্বাধীনতা ঘোষণা করতে সে সময় ক্রিমিয়ার রুশপন্থি বিচ্ছিন্নতাবাদীরা ভোট করেছিল।
ক্রিমিয়া থেকে অগ্রসর হওয়া রাশিয়ার বাহিনী মার্চের শুরুর দিকে খেরসন দখল করে নেয়। পরে ক্রিমিয়ার সঙ্গে মিলিয়ে খেরসনের জ্বালানি, খাদ্য ও পানি সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক করে রাশিয়া। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.