অতিরিক্ত বগি চেয়ে রাবি ভর্তিচ্ছুদের ট্রেন অবরোধ

নিজস্ব প্রতিবেদক: অতিরিক্ত বগি লাগানোর দাবিতে পদ্মা এক্সপ্রেস ট্রেন অবরোধ করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ভর্তি পরীক্ষা দিতে আসা শিক্ষার্থীরা।
আজ বুধবার (২৭ জুলাই) বিকেল চারটা থেকে রাজশাহী রেলওয়ে স্টেশনে অবরোধ শুরু করেন তারা।
ট্রেনটি ওই সময়ে (বিকেল চারটায়) ঢাকার উদ্দেশে রাজশাহী ছেড়ে যাওয়ার কথা ছিল। কিন্তু অবরোধের কারণে এখনো স্টেশনে আটকে রয়েছে ট্রেনটি।
অবরোধের পর পশ্চিমাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপক (জিএম) অসীম কুমার তালুকদার এসে পরীক্ষার্থীদের সঙ্গে কথা বলেন এবং রাত ১১টার মধ্যে সবাইকে গন্তব্যে পৌঁছে দেওয়ার লিখিত প্রতিশ্রুতি দেন। তবুও তাতে রাজি হননি পরীক্ষার্থীরা। ফলে ট্রেনটি এখনো স্টেশনেই আটকে থাকায় সাধারণ যাত্রীরা ভোগান্তিতে পড়েছেন।
এ বিষয়ে পশ্চিমাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপক (জিএম) অসীম কুমার তালুকদার বিটিসি নিউজকে বলেন, পরীক্ষার জন্য অতিরিক্ত তিন লাখ মানুষ রাজশাহীতে এসেছেন। সবাইকে ট্রেনে নেওয়া সম্ভব না। পদ্মার যাত্রী ওঠার পর অতিরিক্ত ৫০০-৬০০ শিক্ষার্থী এসেছেন। কীভাবে তাদের ট্রেনে জায়গা দেবো? আমার শেষ সামর্থ্য অনুযায়ী একটা কোচ সংযুক্ত করলাম। ১০৫টা সিট, ২৫০ জনকে নেওয়া সম্ভব। বাকিদের রাতে ও সকালে পাঠাতে চেয়েছি।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নিজস্ব প্রতিনিধি জি, এম হাসান সালাম (বাবুল) রাজশাহী। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.