রাবিতে নেত্রকোনা জেলা সমিতির সভাপতি রাব্বি সাধারণ সম্পাদক আমিরুল
রাবি প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে নেত্রকোনা জেলার শিক্ষার্থীদের সংগঠন ‘নেত্রকোনা জেলা সমিতি’র নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটিতে বিশ^বিদ্যালয়ে অধ্যয়নত ফিন্যান্স বিভাগের এমবিএ বর্ষের শিক্ষার্থী মানিক হাসান রাব্বি কে সভাপতি এবং গণিত বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী আমিরুল হাসানকে সাধারণ সম্পাদক করা হয়েছে।
গতকাল বুধবার (১এপ্রিল) রাতে কুকিজার রেস্টুরেন্টে (রাজশাহী সিএন্ডবি মোড়) এ কমিটি ঘোষণা করেন নেত্রকোনা জেলা সমিতির উপদেষ্টা ড. ছালেকুজ্জামান।
কমিটির অন্য সদস্যরা হলেন- সিনিয়র সহ-সভাপতি সুব্রত পাল জয়, সহ-সভাপতি নাজমুল মৃধা, তুহিন, সাইফুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক ইউনুস হাসান, রাহাতুল ইসলাম ইমন, আব্দুল কাইয়ুম, সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান স্বাধীন, অনিক রায়, শরিফ উদ্দিন, কোষাধ্যক্ষ মেহেদী হাসান রাজীব, প্রচার সম্পাদক ফরিদুল আলম রাজন, দপ্তর সম্পাদক জুবায়ের আহমদ আকন্দ, প্রকাশনা সম্পাদক শুভ তালুকদার, সাহিত্য ও সাংস্কৃতি সম্পাদক পলাশ, ক্রিরা বিষয়ক সম্পাদক সাইদ, ধর্ম বিষয়ক সম্পাদক গোলাম কিবরিয়া, মহিলা বিষয়ক সম্পাদক নুসরাত রিয়া, প্রিয়া প্রমুখ।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাজশাহী মেট্রোপোলিটন চীপ জুডিশিয়াল মেজিস্ট্রেট নুরুল আলম মোহাম্মদ নিপু, রাজশাহী চিরিয়াখানার পরিচালক কালাম হোসেন প্রমুখ।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর রাবি প্রতিনিধি মো: মুজাহিদ হোসেন।#
Comments are closed, but trackbacks and pingbacks are open.