বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে ‘ইউসিসি’ রাজশাহী শাখা কোচিংয়ের প্রতারণা

রাবি প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) প্রথমবর্ষে অধ্যয়নরত শিক্ষার্থীদের সাথে রাজশাহী শাখা ‘ইউসিসি’ কোচিং সেন্টার সংবর্ধণা দেওয়ার নামে প্রতারণা করেছে বলে দাবি করেছে আইন বিভাগের ১৯ জন শিক্ষার্থী।

আজ বৃহস্পতিবার বেলা ১১ টায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) কেন্দ্রীয় ক্যাফেটেরিয়ায় এক সংবাদ সম্মেলন বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ১৯ জন শিক্ষার্থী এ অভিযোগ করেন। তারা বলেন সংবর্ধনা দেওয়ার নামে ব্যক্তিগত পরিচয় নিয়ে কোচিংয়ের প্রসপেক্টাসে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নাম ও ছবি ব্যবহার করে শিক্ষার্থীদের সঙ্গে প্রতারণা করেছে ইউসিসি কোচিং সেন্টার

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে আইন বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী সানজিদা ঢালী বলেন, ‘এ বছরের ফেব্রুয়ারি মাসে ইউসিসি বিশ্ববিদ্যালয় ভর্তি কোচিং কর্তৃপক্ষ সংবর্ধনা দেয়ার নামে রাবিতে চান্সপ্রাপ্ত বিভিন্ন বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থীদের তথা আমাদের কাছ থেকে ছবি ও বিভিন্ন ব্যক্তিগত তথ্য যেমন মোবাইল নাম্বার, এসএসসি ও এইচএসসি পরীক্ষার রোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর, প্রাপ্ত জিপিত্রসহ ফরম পূরণ করিয়ে নেয়।’

তিনি বলেন, ‘উক্ত ফরমের তথ্য ব্যবহার করে ইউসিসি ২০১৯ সালে তাদের রাজশাহী শাখা থেকে প্রকাশিত প্রসপেক্টাসে আমাদের ইউসিসি কোচিংয়ের শিক্ষার্থী হিসেবে পরিচয় দিয়েছে। কিন্তু প্রকৃতপক্ষে আমরা কেউই কখনো ইউসিসিতে কোচিং করিনি। ইউসিসি কর্তৃপক্ষ আমাদেরকে যেভাবে তাদের শিক্ষার্থী হিসেবে উল্লেখ করেছে তা সম্পূর্ণ মিথ্যাচার ও প্রতারণা।

এক প্রশ্নের জবাবে ওই শিক্ষার্থীরা বলেন, ইউসিসি শুধু আমাদের সাথেই নয়, ভবিষ্যতে যারা ভর্তি কোচিং করবে তাদের সাথেও প্রতারণা করছে। সংবাদ সম্মেলনে আরও দাবি করেন, শুধু আইন বিভাগের নয়, বিশ্ববিদ্যালয়ের অন্য বিভাগের শিক্ষার্থীদেরও ছবি ব্যবহার করেছে ইউসিসি।

জানতে চাইলে ইউসিসি রাজশাহী শাখার পরিচালক দেলোয়ার হোসেন অভিযোগ ভিত্তিহীন দাবি করে বলেন, প্রসপেস্টাসে যেসব ছবি দেওয়া আছে সব শিক্ষার্থী তাদের কোচিংয়ের শিক্ষার্থী বলে দাবি করেন তিনি। সংবর্ধনা দেওয়ার নামে শিক্ষার্থীদের থেকে তথ্য নেওয়ার বিষয়ে জানতে চাইলে তিনি সেটাও অস্বীকার করেন।

জানতে চাইলে ইউসিসির ঢাকা হেড অফিসের ম্যানেজার সেলিম বলেন, ‘কেউ যদি ইউসিসিতে কোচিং না করে তাহলে তাদের ছবি ছাপানোর ক্ষমতা আমাদের নেই। রাজশাহী ব্রাঞ্চ এমনটা করেছে কিনা জানিনা। ওদের সাথে কথা বলে দেখবো। আর এসব বিষয়ে আপনার-আমার মাথা ঘামিয়ে লাভ নেই।’

 সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর  রাবি প্রতিনিধি মো: মুজাহিদ হোসেন।#

Comments are closed, but trackbacks and pingbacks are open.