রাজশাহী-৩: বিএনপির প্রধান নির্বাচনী এজেন্ট পৌর মেয়র মকবুল গ্রেফতার
নিজস্ব প্রতিবেদক: রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের বিএনপি প্রার্থী শফিকুল হক মিলনের প্রধান নির্বাচনী এজেন্ট ও পৌরসভার মেয়র মকবুল হোসেনকে গ্রেফতার করেছে পুলিশ।
মকবুল হোসেন পবা উপজেলার নওহাটা পৌরসভার মেয়র ও পৌরসভা বিএনপির সাবেক সভাপতি। তার বাড়ি নওহাটায়।
মোহনপুর থানার ওসি আবুল হোসেন বিটিসি নিউজকে বলেন, মোহনপুর এলাকায় নাশকতার পরিকল্পনার চেষ্টার অভিযোগে রাজশাহী জেলা গোয়েন্দা পুলিশ মকবুল হোসেনকে গ্রেফতার করেছে। পরে তাকে সকালে মোহনপুর থানায় হস্তান্তর করা হয়। সন্ত্রাস দমন আইনে মামলা দায়ের করে তাকে আদালতে চালান দেয়া হয়।#
Comments are closed, but trackbacks and pingbacks are open.