নির্বাচন এবং সন্ত্রাস একসঙ্গে চলতে পারে না: মাহবুব তালুকদার

সিলেট ব্যুরোআজ রোববার নির্বাচন ও সন্ত্রাস কখনও একসাথে চলতে পারে না বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার।

তিনি বলেন, কালো টাকার ব্যবহার করে কোনো প্রার্থী যেন নির্বাচিত হতে না পারে, সে বিষয়ে সজাগ থাকতে হবে।

আজ সকালে সিলেট নির্বাচন কমিশন কার্যালয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সাথে মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি।

এসময় আগামী নির্বাচনে সেনাবাহিনীর অংশগ্রহণ জনগণের প্রত্যাশার প্রতিফলন বলেও মন্তব্য করেন নির্বাচন কমিশনার।

নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার বলেন, ‘নির্বাচন এবং সন্ত্রাস একসঙ্গে চলতে পারে না। নির্বাচনের ভীতিমুক্ত পরিবেশ ধরে রাখতে হবে।’

মাহবুব তালুকদার আরো বলেন, ‘একজন ভোটার যেন নির্বিঘ্নে বাড়ি থেকে বেরিয়ে ভোট কেন্দ্রে গিয়ে নিজের ইচ্ছা অনুযায়ী ভোট দিয়ে আবার নিরাপদে বাড়ি ফিরতে পারেন। এর বেশি আর কিছু চাওয়ার নেই।’#

Comments are closed, but trackbacks and pingbacks are open.